আসছে পুর ভোট, বাড়ির বৈধতা দিতে চাইছে পুরসভা

ভোটের দিকে লক্ষ্য রেখে কলোনি এলাকায় সমস্ত বাড়ির বৈধতা দিতে চাইছে কলকাতা পুরসভা। কলোনি এলাকার বাইরেও বাড়ি মেরামতির নিয়মনীতি শিথিল হতে চলেছে। এবার থেকে বাড়ি মেরামতির জন্য কোনও অনুমোদন প্রয়োজন হবে না।

Updated By: Sep 6, 2013, 10:39 PM IST

ভোটের দিকে লক্ষ্য রেখে কলোনি এলাকায় সমস্ত বাড়ির বৈধতা দিতে চাইছে কলকাতা পুরসভা। কলোনি এলাকার বাইরেও বাড়ি মেরামতির নিয়মনীতি শিথিল হতে চলেছে। এবার থেকে বাড়ি মেরামতির জন্য কোনও অনুমোদন প্রয়োজন হবে না।
পুরভোটের আর খুব বেশি দেরি নেই। ভোট টানার  আগাম রণকৌশল ঠিক করে ফেলল তৃণমূল নেতৃত্বাধীন কলকাতা পুরবোর্ড। কলোনি এলাকায় বাড়ির বৈধতা দিয়ে ভোটের ঝুলি ভরতে চাইছে তৃণমূল। এই বৈধতা মিললে কলোনি এলাকার ফ্ল্যাটের ক্রেতা ও প্রোমোটারদের ব্যাঙ্ক ঋণ নেওয়ার রাস্তা খুলে যাবে। সে কারণে নিয়মের তোয়াক্কা না করে কলোনির এলাকার বাড়ির অনুমোদন দিতে চাইছে পুরসভা। কলোনি এলাকার বাইরে দোতলা বাড়ির ক্ষেত্রে মেরামতিতে কোনও অনুমতি নিতে হবে না। বাড়ির পনের শতাংশ পর্যন্ত নতুন নির্মাণেও অনুমতি লাগবে না।
প্রশ্ন উঠছে, শহরে যেখানে অবৈধ বাড়ির সংখ্যা ক্রমেই বাড়ছে , সেখানে পুরসভা এধরণের সিদ্ধান্ত নিতে চলেছে। পুরসভার পক্ষে কি দেখভাল করা সম্ভব সত্যিই বাড়ির মালিক ১৫ শতাংশ নতুন নির্মাণ করছেন?  মুখ্যমন্ত্রী যতই অবৈধ বাড়ি নিয়ে প্রকাশ্যে গলা ফাটান না কেন, তৃণমূল পরিচালিত পুরবোর্ড কি অবৈধ বাড়ির রাস্তা প্রশস্ত করল না? 
 

.