পুজোয় ভাসাবে বৃষ্টি

পুজোতে বৃষ্টি থেকে রেহাই মিলছে না। তেমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রাজ্যে মৌসুমী বায়ু এখনও সক্রিয়। তাই পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। এদিকে অন্ধ্র আর ওড়িশার উপকূলে নিম্নচাপের জেরে আজও বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ধীরে ধীরে স্থলভূমির দিকে প্রবেশ করছে নিম্নচাপ। এর প্রভাবে  রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

Updated By: Sep 21, 2014, 01:17 PM IST
পুজোয় ভাসাবে বৃষ্টি

কলকাতা: পুজোতে বৃষ্টি থেকে রেহাই মিলছে না। তেমনটাই পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। রাজ্যে মৌসুমী বায়ু এখনও সক্রিয়। তাই পুজোর সময় বৃষ্টির সম্ভাবনা উড়িয়ে দিচ্ছেন না আবহাওয়াবিদরা। এদিকে অন্ধ্র আর ওড়িশার উপকূলে নিম্নচাপের জেরে আজও বৃষ্টি হতে পারে। আবহাওয়া দফতর জানিয়েছে, ধীরে ধীরে স্থলভূমির দিকে প্রবেশ করছে নিম্নচাপ। এর প্রভাবে  রাজ্যজুড়ে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

এবারে পুজোয় ভারি বৃষ্টির সম্ভাবনার কথা শুনিয়েছে আবহাওয়া দফতর। তাঁর আগেই দুদিনের টানা বৃষ্টিতে পুজোর বাজার করতে হিমশিম খাচ্ছে বাঙালি। নিউ মার্কেটেও ভিরে টান পড়েছে।

 

.