কালবৈশাখীর কবলে কলকাতা
মরসুমের প্রথম কালবৈশাখীতে বিপর্যস্ত শহর কলকাতা। রাজ্যের বহু জায়গায় ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। কলকাতার বহু জায়গায় ভেঙে পড়েছে গাছ। যান চলাচল ব্যাহত এলগিন রোডে। ঝড়ে বিপর্যস্ত মধ্য, উত্তর কলকাতা। রাস্তায় নেমেছে পুলিস, বিপর্যয় মোকাবিলার কর্মীরা।
মরসুমের প্রথম কালবৈশাখীতে বিপর্যস্ত শহর কলকাতা। রাজ্যের বহু জায়গায় ঝড়ে ক্ষয়ক্ষতির খবর পাওয়া গিয়েছে। কলকাতার বহু জায়গায় ভেঙে পড়েছে গাছ। যান চলাচল ব্যাহত এলগিন রোডে। ঝড়ে বিপর্যস্ত মধ্য, উত্তর কলকাতা। রাস্তায় নেমেছে পুলিস, বিপর্যয় মোকাবিলার কর্মীরা।
ঝড় থমে গেলেও শহরে যান চলাচল স্তব্ধ। অন্ধকারে শহরের বহু এলাকা। রেড রোডে ট্রামের ওপর গাছ ভেঙে পড়ে ব্যাহত পরিষেবা। নিউ আলিপুর, রেড রোডে যান চলাচল ব্যাহত। বিপর্যস্ত হয়েছে ট্রেন চলাচলও। ওভারহেডের তার ছিঁড়ে বিপত্তি হয়েছে বহু জায়গায়। শিয়ালদহ দক্ষিণ শাখায় বিভিন্ন স্টেশনে দাঁড়িয়ে রয়েছে ট্রেন। হাওড়া-বর্ধমান কর্ড মেন, শিয়ালদহ শাখায় ট্রেন চলাচল ব্যাহত। সন্ধে ৭টা ২০ থেকে ট্রেন চলাচল বিপর্যস্ত রয়েছে বলে পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে।