Maa Flyover: পুলিসকে ধমক মুখ্যমন্ত্রীর! এবার ২৪ ঘণ্টাই মা উড়ালপুলে চলবে বাইক, মানতে হবে এই শর্ত...
Bike Ride on Maa Flyover: আগে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত উড়ালপুলে বাইক স্কুটার চলাচল নিষিদ্ধ ছিল। পরে ১ ঘণ্টা বাড়িয়ে রাত ১০ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত করা হয়। এবার ২৪ ঘণ্টাই মা উড়ালপুলের উপর দিয়ে যেতে পারবে বাইক। কিন্তু এখানেও রয়েছে শর্ত।
অয়ন ঘোষাল: বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) নবান্নে প্রশাসনিক বৈঠকে মা উড়ালপুলে (Maa Flyover) বাইক বিধি নিয়ে পুলিসকে ভর্ৎসনা করেন। তিনি বলেন “মা ফ্লাইওভার বন্ধ করে দেওয়া হয়েছে সন্ধ্যার পর। পুলিসের একটাই কাজ, বন্ধ করে দেওয়া।” এরপর রাতারাতি সেই নিষেধাজ্ঞা প্রত্যাহার করল কলকাতা ট্র্যাফিক পুলিস (Kolkata Traffic Police)।
আগে রাত ১০ টা থেকে সকাল ৬ টা পর্যন্ত উড়ালপুলে বাইক স্কুটার চলাচল নিষিদ্ধ ছিল। ২০২৪ এর ডিসেম্বরের তৃতীয় রবিবার উড়ালপুলের বাইক দুর্ঘটনার পর এই নিষেধাজ্ঞার সময়সীমা আরও ১ ঘণ্টা বাড়িয়ে রাত ১০ টা থেকে সকাল ৭ টা পর্যন্ত করা হয়। আজ থেকে দিন-রাত ২৪ ঘণ্টা মা উড়ালপুলের উপর দিয়ে যেতে পারবে বাইক। কিন্তু এখানেও রয়েছে শর্ত।
বাইকের গতির ক্ষেত্রে নিয়ন্ত্রণের নির্দেশ রয়েছে। অর্থাৎ নির্দিষ্ট গতি মেনেই বাইক চালাতে হবে। না হলে হবে জরিমানা। হেলমেট বাধ্যতামূলক। এমনকি আরোহী শিশু হলেও তার মাথায় হেলমেট ব্যবহারের বিজ্ঞপ্তি দিয়ে বড় ফ্লেক্স লাগানো হয়েছে উড়ালপুলের একাধিক ওঠার পয়েন্টে।
আরও পড়ুন- Recruitment Scam: ৮ বছর ধরে চলছে অনিশ্চয়তা, প্রতিবাদে ন্যাড়া হলেন চাকরিহারা শিক্ষক...
মুখ্যমন্ত্রীর মতে, বাইক স্কুটার নিম্নবিত্ত মধ্যবিত্ত মানুষ যাতায়াতের জন্য ব্যবহার করেন। সবার গাড়ি কেনার ক্ষমতা নেই। মূলত তারই ইচ্ছায় প্রায় দেড় বছর আগে বিদ্যাসাগর সেতুতে টু হুইলারের ওপর টোল নেওয়া বন্ধ করেছে প্রশাসন। টোল প্লাজায় বাইক স্কুটারের ফ্রি স্কিপ জোন তৈরি হয়েছে।
হাওড়া ও কলকাতার বিভিন্ন এলাকা থেকে সেক্টর ফাইভ, বাইপাসের একাধিক হাসপাতাল সহ এস এস কে এম হাসপাতালে যাতায়াতের অন্যতম প্রধান মাধ্যম এই উড়ালপুল। এবার তারই ইচ্ছাকে মান্যতা দিয়ে মা উড়ালপুলে তুলে নেওয়া হল বাইক স্কুটার চলাচলের রাতের নিষেধাজ্ঞা।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)