দিন কমছে ক্যালেন্ডারে, কুমোরটুলিতে ব্যস্ত কাদা মাখা হাত
পেরিয়ে গিয়েছে ১৫ অগাস্ট। জানান দিয়ে গিয়েছে, হাতে আর মাসখানেকের কিছু বেশি সময়। তারমধ্যেই শেষ করে ফেলতে হবে প্রতিমা। কুমোরটুলিতে তাই এখন নাওয়া খাওয়ারও সময় নেই। আকাশে মেঘের ঘনঘটা। বিরাম নেই বৃষ্টির। আর তারমধ্যেই ক্যালেন্ডার বলছে এগিয়ে আসছে পুজো। কুমোরটুলিতে তাই এখন জোরদার প্রস্তুতি।
পেরিয়ে গিয়েছে ১৫ অগাস্ট। জানান দিয়ে গিয়েছে, হাতে আর মাসখানেকের কিছু বেশি সময়। তারমধ্যেই শেষ করে ফেলতে হবে প্রতিমা। কুমোরটুলিতে তাই এখন নাওয়া খাওয়ারও সময় নেই। আকাশে মেঘের ঘনঘটা। বিরাম নেই বৃষ্টির। আর তারমধ্যেই ক্যালেন্ডার বলছে এগিয়ে আসছে পুজো। কুমোরটুলিতে তাই এখন জোরদার প্রস্তুতি।
বড় পুজোরগুলোর অনেকেই বায়না দিয়ে গিয়েছে। কিন্তু, ছোট পুজোর উদ্যোক্তাদের যাতায়াত শুরু হয়েছে কয়েকদিন আগে থেকে। তাই শুরু হয়েছে তত্পরতাও। আর এই ব্যস্ততার হাত ধরেই এসে গেল সেই চেনা প্রশ্নটা।
সাবেকিয়ানা না থিম। লড়াইটা কলকাতার চেনা। কিন্তু, যেটা চেনা নয়, সেটা হল কুমোরটুলির দিনরাতের ব্যস্ততা। হাজারো প্রতিকূলতার মধ্যেও সময়মতো প্রতিমা মণ্ডপে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি। সেই ব্যস্ততাকেই একটু উস্কে দিয়ে গেল পনেরোই অগাস্ট।