Justice Abhijit Ganguly | Kunal Ghosh: ‘BJP-CPIM-এর দালাল’, বিচারপতি গাঙ্গুলির ‘বুলডোজার’ নিদানের জবাব কুণালের
কুণাল ঘোষ আরও বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ দেখানোর লড়াইয়ে পিছিয়ে পড়েছেন। বুলডোজার যদি দরকার হয় তাহলে রাজ্য সরকারের বুলডোজার আছে সেটা দেখতে পারেন না। বিজেপি উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যেতে চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল বিরোধী বিজেপি সিপিআইএম-এর দালাল’।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মানিকতলায় বেআইনি নির্মাণ সংক্রান্ত মামলায় বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের মন্তব্য, ‘গুন্ডাদের কীভাবে শায়েস্তা করতে হয় আমি জানি। দরকারে যোগী আদিত্যনাথের থেকে বুলডোজার ভাড়া করুন’। কলকাতা পুরসভার আইনজীবীকে উদ্দেশ্য করে এই বক্তব্য রাখেন বিচারপতি।
অন্যদিকে তৃণমূল নেতা কুণাল ঘোষ শুক্রবার দুপুরে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সম্পর্কে বলেন, ‘বুলডোজার যদি দরকার হয়ে তাহলে, তিনি কী দেখতে পারছেন না রজ্যসরকারের কাছেও বুলডোজার আছে। অন্ধ বিরোধী তৃণমূল’।
কুণাল ঘোষ আরও বলেন, ‘অভিজিৎ গঙ্গোপাধ্যায় মুখ দেখানোর লড়াইয়ে পিছিয়ে পড়েছেন। বুলডোজার যদি দরকার হয় তাহলে রাজ্য সরকারের বুলডোজার আছে সেটা দেখতে পারেন না। বিজেপি উত্তরপ্রদেশের দিকে এগিয়ে যেতে চাইছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তৃণমূল বিরোধী বিজেপি সিপিআইএম-এর দালাল’।
আরও পড়ুন: Dengue: ২৪ ঘণ্টার ফিভার ক্নিনিক, ডেঙ্গি মোকাবিলায় জারি একগুচ্ছ নির্দেশিকা....
প্রসঙ্গত কলকাতা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এর আগেও বিভিন্ন বিষয়ে শাসকদলের বিরুদ্ধে নিজের বক্তব্য রেখেছেন। 'দিদি একা সামলাতে পারছেন না। দিদির পাশে কিছু দুর্বৃত্ত ঘুরে বেড়াচ্ছে'। রাজ্যের বিরুদ্ধে বকেয়া সংক্রান্ত একটি মামলা শুনানিতে এমনই মন্তব্য করেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তিনি বললেন, 'এইভাবে গোটা রাজ্য নষ্ট হয়ে যাবে। ভুপেন হাজারিকার একটা গান মনে পড়ে। হাজার টাকার বাগান খাইলো পাঁচ সিকার ছাগলে'।