সিবিআই তদন্ত চেয়ে সারদাকাণ্ডের ভূত ফেরালেন কুণাল ঘোষ
সারদা কাণ্ডে নিজের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়ালেন দলের সাংসদ কুণাল ঘোষ। সারদার চিটফান্ড প্রতারণার ঘটনায় বারবার সিবিআই তদন্তের দাবি উঠলেও, রাজ্য সরকার ও তৃণমূলের তরফে তা খারিজ করে দেওয়া হয়েছে।
সারদা কাণ্ডে নিজের বিরুদ্ধে সিবিআই তদন্ত চেয়ে তৃণমূলের অন্দরে অস্বস্তি বাড়ালেন দলের সাংসদ কুণাল ঘোষ। সারদার চিটফান্ড প্রতারণার ঘটনায় বারবার সিবিআই তদন্তের দাবি উঠলেও, রাজ্য সরকার ও তৃণমূলের তরফে তা খারিজ করে দেওয়া হয়েছে।
শুধু তাই নয়, যাঁর বিরুদ্ধে প্রতারণার মূল অভিযোগ, সেই সারদা কর্তা সুদীপ্ত সেনও রাজ্য সরকারের মতোই ভরসা রেখেছেন সিটের তদন্তের ওপরে।
স্বাভাবিক ভাবেই সরকার ও সারদাকর্তার মধ্যে সমঝোতা এবং বিষয়টিকে ধামাচাপা দেওয়ার অভিযোগ উঠেছে। এই পরিস্থিতিতে কুণাল ঘোষের চিঠি সারদা বিতর্ক আরও উস্কে দিল। চিঠিতে কুণাল ঘোষ লিখেছেন, তাঁর বিরুদ্ধে সিবিআই তদন্ত করা হোক। তদন্তে দোষী প্রমাণিত হলে সাংসদ পদ ছেড়ে দেবেন বলে জানিয়েছেন তিনি।