অভিনব কৌশল কুণাল ঘোষের, সারদাকাণ্ড নিয়ে তথ্য ভিডিও রেকর্ডিং করে রাখলেন তৃণমূল সাংসদ

অভিনব কৌশল তৃণমূল সাংসদ কুণাল ঘোষের। শুক্রবার আমহার্স্ট ট্রিটে রক্তদান শিবিরে মুখ খোলার পরেই পুলিস পরপর দুদিন জেরা করেছে তাঁকে। আগামিকাল ফের তাঁকে ডাকা হয়েছে। গ্রেফতারির আশঙ্কায় আজ দিল্লিতে সারদাকাণ্ড নিয়ে নানা তথ্য ভিডিও রেকর্ডিং করে রাখলেন কুণাল ঘোষ।

Updated By: Sep 25, 2013, 09:14 PM IST

অভিনব কৌশল তৃণমূল সাংসদ কুণাল ঘোষের। শুক্রবার আমহার্স্ট ট্রিটে রক্তদান শিবিরে মুখ খোলার পরেই পুলিস পরপর দুদিন জেরা করেছে তাঁকে। আগামিকাল ফের তাঁকে ডাকা হয়েছে। গ্রেফতারির আশঙ্কায় আজ দিল্লিতে সারদাকাণ্ড নিয়ে নানা তথ্য ভিডিও রেকর্ডিং করে রাখলেন কুণাল ঘোষ।
আগামিকাল কুণাল ঘোষকে ফের জেরার জন্য ডেকে পাঠিয়েছেন বিধাননগর কমিশনারেট। ভবিষ্যতে গ্রেফতারের আশঙ্কা করছেন তৃণমূল সাংসদ। `নিজের বক্তব্য পরে নাও জানাবার অবস্থায় থাকতে পারি, তাই সব রেকর্ড করে রাখলাম।` জানিয়েছেন কুণাল ঘোষ। তৃণমূল সাংসদ আরও জানান দলের সৈনিক হিসাবে তাঁর বক্তব্য, ক্ষোভ, দুঃখ দলকে জানাতে চান। তাই তিনি দলকে বিজ্ঞানসম্মত ফোরাম গড়ার অনুরোধ করেছিলেন। সারদা কাণ্ডে তিনি যতখানি জানেন তা দিয়ে পুলিসকে সবরকম সাহায্য করেছেন বলে দাবি করেছেন কুণাল ঘোষ।
সারদা কাণ্ডে বারবার উঠে এসেছে কুণাল ঘোষের নাম। কিন্তু অনান্য তৃণমূল সদস্যরাও সারদা কাণ্ডে জড়িত থাকার কথা শোনা গেলেও এখনও পর্যন্ত কুণাল ঘোষ ছাড়া কাউকেই জেরার মুখে পড়তে হয়নি। কুণাল ঘোষের এই পদক্ষেপ দলীয় নেতৃত্বকে চাপের মুখে ফেলে দেবে বলে মনে করছেন বিশেষজ্ঞ মহল।

.