লেকটাউন রেল কোয়ার্টারে বাড়ি ভেঙে মৃত এক বৃদ্ধা
রবিবার ছুটির দিনে ঘটনাটি ঘটেছে লেকটাউনে। জানা গিয়েছে, লেকটাউনে রেল কোয়ার্টারের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, লেকটাউনে রেল কোয়ার্টারের ৪৬৪ নম্বর বাড়িতে মিস্ত্রির কাজ চলছিল।
নিজস্ব প্রতিবেদন: সরকারি আবাসনের ছাদ ভেঙে মৃত্যু হল এক বৃদ্ধার। রবিবার ছুটির দিনে ঘটনাটি ঘটেছে লেকটাউনে। জানা গিয়েছে, লেকটাউনে রেল কোয়ার্টারের ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে খবর, লেকটাউনে রেল কোয়ার্টারের ৪৬৪ নম্বর বাড়িতে মিস্ত্রির কাজ চলছিল। আজ দুপুরে ছাদে একাংশ ভাঙতেই পর পর ভেঙে পড়ে দুটি নিচের দুটি তলাও। বাড়ির ওপরের অংশেই আটকে পড়েন বছর ৬০-এর এক বৃদ্ধা।
আরও পড়ুন: নদিয়া থেকে উদ্ধার প্রায় ৬২ লক্ষ টাকা মূল্যের সোনা ও আমেরিকান ডলার
এরপর প্রতিবেশীরা তাঁকে উদ্ধার করে আর জি কর হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। মৃতার নাম আশা হালদার। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকল এবং লেকটাউন থানার পুলিস। সূত্রের খবর, এদিন বাড়িতে আর কেউ ছিলেন না। বাড়িটির কনস্ট্রাকশন নিয়ে উঠছে প্রশ্ন। খতিয়ে দেখা হচ্ছে গোটা বিষয়টি।