কোজাগরীর জোগাড়ে ব্যস্ত বাঙালি

লক্ষ্মীপুজোর আর একদিন বাকি। পুজোর জোগাড়ে ব্যস্ত বাড়ির মহিলারা। ভিড় বাড়ছে দোকানে। পুজোর সরঞ্জাম থেকে সাজসজ্জা বা প্রসাদ, সময়ের অভাবে এ সব হাতে তৈরি না করে সকলেই চাইছেন দোকান থেকে কিনে নিতে। আর চাহিদা থাকায় যোগানেরও অভাব নেই।  

Updated By: Oct 27, 2012, 08:32 PM IST

লক্ষ্মীপুজোর আর একদিন বাকি। পুজোর জোগাড়ে ব্যস্ত বাড়ির মহিলারা। ভিড় বাড়ছে দোকানে। পুজোর সরঞ্জাম থেকে সাজসজ্জা বা প্রসাদ, সময়ের অভাবে এ সব হাতে তৈরি না করে সকলেই চাইছেন দোকান থেকে কিনে নিতে। আর চাহিদা থাকায় যোগানেরও অভাব নেই।  
ব্যস্ত সময়ে দম ফেলার ফুরসত্‍ নেই। সময়ের বড় অভাব। পরিশ্রমও প্রচুর। তাই লক্ষ্মীপুজোর আগে ঘরে আলপনা দেওয়া, নাড়ু তৈরি করা, এ সবের চল ক্রমশ কমছে। সকলেই চাইছেন রেডিমেড জিনিস। তাই, ধানের ছড়া থেকে পদ্ম ফুল, তিলের নাড়ু, মুড়ির মোয়া থেকে প্রদীপের সলতে-সবই পাওয়া যাচ্ছে এক প্যাকেটে। মিলছে গঙ্গামাটি, রেডিমেড আলপনাও।
 
যদিও, এখনও অনেকে আছেন, যাঁরা পুজোর সবটুকু নিজের হাতেই সারতে চান। তবে, এঁদের মতো মহিলার সংখ্যা ক্রমশ কমছে। অধিকাংশই চাইছেন, কড়ি ফেলে তেল মাখতে। আর, লাগামছাড়া চাহিদার জেরে দিনদিন জমে উঠছে লক্ষ্মীপুজোর রেডিমেড বাজার।
 

.