উত্সবের উদ্দীপনায় বিশৃঙ্খলা, পুলিসি লাঠিচার্জ
ভিতরে তখন চন্দ্রবিন্দু, ভূমির গানের সঙ্গে নাচে আত্মহারা বলিউড বাদশা। বাইরে ভিড় সামাল দিতে হিমশিম পুলিস। ইডেনে নাইটদের বিজয় উত্সবের মধ্যেই বাইরে চলল পুলিসের লাঠিচার্জ।
ভিতরে তখন চন্দ্রবিন্দু, ভূমির গানের সঙ্গে নাচে আত্মহারা বলিউড বাদশা। বাইরে ভিড় সামাল দিতে হিমশিম পুলিস। ইডেনে নাইটদের বিজয় উত্সবের মধ্যেই বাইরে চলল পুলিসের লাঠিচার্জ।
দীর্ঘ পাঁচ বছরের খরা কাটিয়ে আইপিএল খেতাব জেতা নাইটদের সংবর্ধনায় ইডেন ছিল অবারিত দ্বার। রাজ্যের সকলকে এদিন ইডেনে আসতে অনুরোধ জানিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আমন্ত্রণে ভোর থেকেই ইডেনে ঢোকার জন্য ভিড় করে আসতে থাকেন অসংখ্য মানুষ। মাঠ ভরে যাওয়ার পরেও ইডেনের গেটের বাইরে ভিড় বাড়তে থাকে জনতার। এর মধ্যেই সংবর্ধনার সময় মুখ্যমন্ত্রী বাইরে দাঁড়িয়ে থাকা মানুষকে ভিতরে ঢোকার জন্য ইডেনে গেট খুলে দেওয়ার নির্দেশ দেন। তারপরেই দুনম্বর গেট খোলা হলে ঝাঁকে ঝাঁকে মানুষ ভিড় করে ঢুকতে যান।
পরিস্থিতি হাতের বাইরে চলে গেলে ভিড় সামাল দিতে লাঠিচার্জ করে পুলিস। রেলিং টপকে মাঠে ঢুকতে গিয়ে আহত হন কয়েজজন। হুড়োহুড়িতে আহত হন বেশ কয়েকজন। তাদের মধ্যে কয়েকজন মহিলাও রয়েছেন।