দল ছাড়তে চেয়ে আলিমুদ্দিনে চিঠি লক্ষ্ণণ শেঠের
সিপিআই এম ছাড়তে চেয়ে দলীয় নেতৃত্বকে চিঠি দিলেন লক্ষ্মণ শেঠ। এ দিনই দল ছাড়তে চেয়ে রাজ্য দফতরে চিঠি পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুরের সিপিআইএম নেতা।
সিপিআই এম ছাড়তে চেয়ে দলীয় নেতৃত্বকে চিঠি দিলেন লক্ষ্মণ শেঠ। এ দিনই দল ছাড়তে চেয়ে রাজ্য দফতরে চিঠি পাঠিয়েছেন পূর্ব মেদিনীপুরের সিপিআইএম নেতা।
হলদিয়া মেডিক্যাল কলেজ নিয়ে পূর্ব মেদিনীপুরের এই সিপিআইএম নেতার বিরুদ্ধে বেশকিছু অভিযোগ জমা পড়ে। অভিযোগগুলির তদন্তে কমিশন গড়ার প্রস্তাব বিবেচনায় ছিল সিপিআইএম নেতৃত্বের। এরই মধ্যে দল ছাড়তে চেয়ে সিপিআইএম নেতৃত্বকে চিঠি পাঠিয়েছেন লক্ষ্মণ শেঠ।
সোমবার আলিমুদ্দিনে লক্ষ্মণ শেঠের চিঠি এসে পৌছনোর খবর ছড়িয়ে পড়তেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজনৈতিক মহলে। এবার কী করবেন তিনি? সেই প্রশ্নই ঘুরপাক খাচ্ছে সকলের মুখে। বিরোধী দলে যোগ দেবেন, নাকি লোকসভা ভোটের আগে নিজেই নতুন দল গড়বেন, সেই সকল সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না রাজনৈতিক মহল।