নতুন বছরে ছুটির ভাণ্ডার টইটম্বুর
ওয়েব ডেস্ক নতুন বছরে ছুটির ভাণ্ডার টইটম্বুর। সরকারি কর্মীদের জন্য প্রায় প্রতিমাসেই সুখবর। হ্যাটট্রিক হবে বারবার। তবে হতাশারও কিছু কারণ থাকছে। ডি-এ নিয়ে আপত্তি থাকতে পারে। কিন্তু, ছুটি নিয়ে প্রশ্ন তোলায় জায়গায় নেই রাজ্য সরকারি কর্মীরা। দুহাজার ষোলো শুরুই হয়েছে ছুটির হ্যাটট্রিক দিয়ে। বছরভর অপেক্ষা করে রয়েছে এমন অনেক চমক।
বছরের প্রথম তিনদিন, শুক্র, শনি ও রবিবার ছুটি।২৫ মার্চ গুড ফ্রাইডে শুক্রবার। শনি-রবি ছুটি।১৩ অগাস্ট শনিবার, ১৪ অগাস্ট রবিবার, সোমবার ১৫ অগাস্ট ১০ সেপ্টেম্বর শনিবার, ১১ সেপ্টেম্বর রবিবার, ১২ সেপ্টেম্বর সোমবার-ইদুজ্জোহা ৩০ সেপ্টেম্বর শুক্রবার মহালয়া। শনি ও রবি ছুটি। ২৯ অক্টোবর শনিবার, ৩০ অক্টোবর রবিবার। ৩১ অক্টোবর সোমবার-কালীপুজোর ভাসান । ১২ নভেম্বর শনিবার, ১৩ নভেম্বর রবিবার, ১৪ নভেম্বর সোমবার-নানক জয়ন্তী। অর্থাত্ একবছরে একাধিকবার ছুটির হ্যাটট্রিক। এর বাইরেও তালিকাভুক্ত ছুটিগুলো তো রয়েইছে। তবে রয়ে গেল কিছু আপেক্ষও। ছুটির দিনে ছুটি পড়ায় মার খেল বাঁধা ছুটি। ২৩ জানুয়ারি শনিবার নেতাজি জয়ন্তী
১৩ ফেব্রুয়ারি শনিবার সরস্বতী পুজো
১ মে রবিবার-মে দিবস
৮ মে রবিবার রবীন্দ্রজয়ন্তী
২ অক্টোবর রবিবার-গান্ধী জয়ন্তী
২৯ অক্টোবর শনিবার-কালীপুজো
২৫ ডিসেম্বর রবিবার-বড়দিন
তবে ছুটির হ্যাটট্রিকে ছুটি হারানোর আক্ষেপ কেটে যাবে বলেই আশা করছেন সরকারি কর্মীরা।