সরকারের বিরোধিতায় বিধানসভায় সরব বাম-কংগ্রেস

তেহট্টে পুলিসের গুলি চালনার প্রতিবাদে সোমবার বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম বিধায়করা। হই হট্টগোলের জেরে নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই অধিবেশন মুলতুবি করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।  

Updated By: Dec 10, 2012, 02:11 PM IST

তেহট্টে পুলিসের গুলি চালনার প্রতিবাদে সোমবার বিধানসভার ওয়েলে নেমে বিক্ষোভ দেখান বাম বিধায়করা। হই হট্টগোলের জেরে নির্ধারিত সময়ের ২০ মিনিট আগেই অধিবেশন মুলতুবি করে দেন অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায়।  
রাজ্যে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি হচ্ছে। এই ইস্যুতে আজ বিধানসভায় মুলতুবি প্রস্তাব আনার অনুমতি চায় কংগ্রেস। কিন্তু অধ্যক্ষ সেই প্রস্তাব খারিজ করে দেওয়ায় বিধানসভার কক্ষ ত্যাগ করেন কংগ্রেস বিধায়করা। গত বছরের এপ্রিল মাসের পর থেকে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের কাছে রাজ্যের আইনশৃঙ্খলা সংক্রান্ত কোনও রিপোর্ট জমা পড়েনি বলেও অভিযোগ করেছেন কংগ্রেস বিধায়ক মানস ভুঁইঞা।   

.