রাজ্যে সন্ত্রাস বন্ধে রাজ্যপালের কাছে ডেপুটেশন বাম প্রতিনিধি দলের

সন্ত্রাস বন্ধে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে তাঁর কাছে ডেপুটেশন দিল বাম পরিষদীয় দল। বিরোধী দলনেতার অভিযোগ নির্বাচনের পরে বহু জায়গায় তাঁদের নেতা-কর্মীরা গ্রামে ফিরতে পারছেন না।পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। সরকার প্রতিহিংসার রাজনীতি করছে বলে রাজ্যপালকে নালিশ করেছেন প্রতিনিধি দলের নেতারা। নির্বাচন পরবর্তী সন্ত্রাস চলছে।

Updated By: Jun 4, 2014, 11:18 PM IST

সন্ত্রাস বন্ধে রাজ্যপালের হস্তক্ষেপ চেয়ে তাঁর কাছে ডেপুটেশন দিল বাম পরিষদীয় দল। বিরোধী দলনেতার অভিযোগ নির্বাচনের পরে বহু জায়গায় তাঁদের নেতা-কর্মীরা গ্রামে ফিরতে পারছেন না।পুড়িয়ে দেওয়া হচ্ছে বাড়িঘর। সরকার প্রতিহিংসার রাজনীতি করছে বলে রাজ্যপালকে নালিশ করেছেন প্রতিনিধি দলের নেতারা। নির্বাচন পরবর্তী সন্ত্রাস চলছে।

গত শনিবারই বামফ্রন্টের এক প্রতিনিধি দল গিয়েছিল হুগলির আরামবাগে। সন্ত্রাস কবলিত অঞ্চল ঘুরে দেখেন তারা। কিন্তু পরিস্থিতির এতটুকু রদবদল হয়নি। দাবি বামেদের। বুধবার রাজ্যপালের সঙ্গে দেখা করে সন্ত্রাস বন্ধে তার হস্তক্ষেপের দাবি জানিয়েছেন তারা।

রাজ্যপালের কাছে দেওয়া ডেপুটেশনে উল্লেখ করা হয়েছে নাট্যকার সুমন মুখোপাধ্যায়ের ঘটনাও। জেরা করার জন্য তাকে থানবায় ডেকে বসিয়ে রাখা হয়েছিল বেশকয়েকঘণ্টা। বিরোধী দলনেতার অভিযোগ সরকার প্রতিহিংসার রাজনীতি করছে।

কোন জেলায় কাদের কত কর্মী আক্রান্ত , কত মানুষ ঘরছাড়া তারও বিস্তারিত তালিকা তুলে দেওয়া হয়েছে রাজ্যপালের কাছে। আগামী নয় তারিখ বিমান বসুর নেতৃত্বে বামফ্রন্টের এক প্রতিনিধি দল এই ইস্যুতেই যাচ্ছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে।

.