লোকসভা নির্বাচনে ভরাডুবির কারণ খুঁজতে চুলচেরা বিশ্নেষণে বামেরা

লোকসভা নির্বাচনে বিপর্যয়ের কারণ খুঁজতে বামদলগুলির মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ফ্রন্টের শীর্ষনেতারা মনে করছেন, কেন বিপর্যয় এবং এই বিপর্যয়ের জন্য দায়ী কারা, তা খুঁজে বার করা জরুরি। জয়ন্ত রায়, মনোজ ভট্টাচার্যের মতো নেতারা মনে করেছেন, প্রয়োজনে দায় নিতে হবে নেতৃত্বকে।

Updated By: May 19, 2014, 11:35 PM IST

লোকসভা নির্বাচনে বিপর্যয়ের কারণ খুঁজতে বামদলগুলির মধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। ফ্রন্টের শীর্ষনেতারা মনে করছেন, কেন বিপর্যয় এবং এই বিপর্যয়ের জন্য দায়ী কারা, তা খুঁজে বার করা জরুরি। জয়ন্ত রায়, মনোজ ভট্টাচার্যের মতো নেতারা মনে করেছেন, প্রয়োজনে দায় নিতে হবে নেতৃত্বকে।

নির্বাচনে ভরাডুবি হলে অনেক রাজনৈতিক দলের নেতারাই দায় নিয়ে ইস্তফা দেন। লোকসভা নির্বাচনের পর খারাপ ফলের দায় নিয়ে ইতিমধ্যেই ইস্তফা দিয়েছেন বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার এবং অসমের মুখ্যমন্ত্রী তরুণ গগৈ। কিন্তু, বামদলগুলোর মধ্যে সাধারণ ভাবে ব্যক্তির ওপর দায় চাপানো হয় না। তবে পরাজয়ের কারণ খুঁজতে বসে অনেকেই মনে করছেন বিপর্যয়ের কারণ এবং তার জন্য দায়ী কারা, তা খুঁজে বের করা জরুরি।

বর্ষীয়ান আরএসপি নেতা মনোজ ভট্টাচার্য মনে করেন, অনেক সময় সঠিক কথাও কে বলছেন এবং কীভাবে বলছেন, তার ওপরে নির্ভর করে গ্রহণযোগ্যতা। তাই এই মুহূর্তে সবচেয়ে জরুরি নেতাদের আত্মসমালোচনা। ভোটের ফল বেরনোর পর থেকেই চুলচেরা বিশ্লেষণ চলছে বাম শরিকদের মধ্যে।

.