অনুমতি না মিললেও ভিক্টোরিয়া হাউসের সামনেই কর্মসূচি চালাবে উদ্বুদ্ধ বাম শিবির
গত ৬ ডিসেম্বরের মিছিলের পর উদ্বুদ্ধ বাম শিবির। ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসুর ঘোষণা, সরকার অনুমতি দিক বা না দিক ভিক্টোরিয়া হাউসের সামনেই অবস্থান কর্মসূচি চালাবে বামেরা।
সরকার আর সুযোগ নয়। এবার সরাসরি প্রশাসনের সঙ্গে সংঘাতের পথে বামেরা। অনুমতি না মিললেও এগারোই ডিসেম্বর অবস্থান কর্মসূচি হবে ভিক্টোরিয়া হাউসের সামনেই। তাদের যুক্তি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভিক্টোরিয়া হাউসের সামনে সভার অনুমতি পেলে বিরোধীরা কেন পাবে না।
এর আগে অনুমতি না পেয়ে ভিক্টোরিয়া হাউসের সামনে থেকে সভাস্থল সরিয়ে নিয়েছিল বামেরা। কিন্তু সম্প্রতি অমিত শাহের সভা নিয়ে বিজেপি অনড় অবস্থান নেওয়ার পর সমালোচনার মুখে পড়তে হয় বাম নেতাদের। তারা বুঝতে পারছেন সমস্ত শক্তি নিয়ে সরকারকে চ্যালেঞ্জ না জানাতে পারলে বিরোধী আসনে তাদের জমি আলগা হয়ে পড়বে।