26 May 2021, 00:30 AM
অতি শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত ইয়াস, লাল সতর্কতা পশ্চিমবঙ্গ-ওড়িশা উপকূলে
25 May 2021, 22:00 PM
ইয়াসের প্রভাবে রাজ্যের বেশিরভাগ জায়গায় হাল্কা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা। অতিভারী বৃষ্টি হতে পারে মেদিনীপুর ও দক্ষিণ চব্বিশ পরগনায়। কলকাতা, হাওড়া ও হুগলির বেশ কয়েকটি জায়গায় ভারী বৃষ্টির পূর্বাভাস।
25 May 2021, 22:00 PM
স্থলভাগের আরও কাছে ঘুর্ণিঝড় ইয়াস। পারাদ্বীপ থেকে দূরত্ব মাত্র ১৬০ কিমি। দীঘা ২৪০ কিমি আর সাগর থেকে ২৩০ কিমি দূরে ঘুর্ণিঝড়।
25 May 2021, 21:15 PM
উত্তাল সমুদ্র, উপকূলে আছড়ে পড়েছে বড় বড় ঢেউ। ইয়াস মোকাবিলায় এবার সেনা নামল দিঘায়। গাছ কাটার মেশিন, মই নিয়ে প্রস্তুত জওয়ানরা। চলছে রুটমার্চ।
Digha এ ইয়াস মোকাবিলায় নামলো সেনাবাহিনী#YaasCyclone #YaasAlerts pic.twitter.com/UUbS7nAte6
— zee24ghanta (@Zee24Ghanta) May 25, 2021
25 May 2021, 20:00 PM
ইয়াসের আগেই ঘুর্ণিঝড় হুগলির চুঁচুড়ায়। পাণ্ডুয়ার বাজ পড়ে মৃত্য়ুর ২ জনের।
ইয়াসের আগেই ঘূর্ণিঝড় দেখা গেল চুঁচুড়ায়#Yaas #CycloneYaas #CycloneYaasUPDATE pic.twitter.com/fLplyMf7zS
— zee24ghanta (@Zee24Ghanta) May 25, 2021
25 May 2021, 19:15 PM
নবান্নে রাজ্যপাল জগদীপ ধনখড়। ১৪ মিনিট কন্ট্রোল রুমে ছিলেন তিনি। বাকি সময়টা কাটালেন মুখ্যমন্ত্রীর দপ্তরে।
At Nabanna pic.twitter.com/mCyWi3Bjp0
— Governor West Bengal Jagdeep Dhankhar (@jdhankhar1) May 25, 2021
25 May 2021, 18:30 PM
এখন সাগর থেকে ২৮০ কিমি দূরে রয়েছে Cyclone Yaas। দিঘা থেকে দূরত্ব ২৯০ কিমি, আর ওড়িশার পারাদ্বীপ থেকে ২০০ কিমি।
ধামড়ায় ল্যান্ডফল পয়েন্ট থেকে সরাসরি ZEE 24 Ghanta#CycloneYaas #zee24ghanta pic.twitter.com/PojVvfJHsM
— zee24ghanta (@Zee24Ghanta) May 25, 2021
25 May 2021, 18:30 PM
আরও ভয়ঙ্কর হচ্ছে Yaas। আগামী ৬ ঘণ্টায় শক্তি সঞ্চয় করে প্রবল ঘুর্ণিঝড়ের রূপ নেবে সে। গতিবেগ থাকবে ঘণ্টায় ১৫০ কিমি।
25 May 2021, 16:45 PM
প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় তৈরি প্রশাসন। আলিপুর আবহাওয়া দফতরে পৌঁছলেন রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)।
আলিপুর আবহাওয়া দফতরে রাজ্যপাল @jdhankhar1 #zee24ghanta pic.twitter.com/RQaDK75fxY
— zee24ghanta (@Zee24Ghanta) May 25, 2021
25 May 2021, 16:45 PM
হুগলির ব্যান্ডেলে ঘুর্ণি। চকবাজার এলাকায় ভেঙে পড়ল গাছ, উড়ে গেল বাড়ির চাল।
25 May 2021, 15:00 PM
কলকাতা বন্দর এলাকা ও হলদিয়ার জন্য খোলা হল কন্ট্রোল রুম। কলকাতার জন্য় আরও ১৫টি কুইক রেসপন্স টিম, আর হলদিয়ায় ১০ টা। থাকছে মোবাইল লাইট, গাড়ি, জেনারেটর ও হাইমাস টাওয়ারও।
ইয়াস মোকাবিলায় কলকাতা বন্দর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক কেন্দ্রীয় মন্ত্রীর! তৈরি রেসপন্স টিম#BigBreaking #ZEE24Ghanta #YaasCyclone #YaasCycloneUpdate pic.twitter.com/7oVqBW3IhE
— zee24ghanta (@Zee24Ghanta) May 25, 2021
25 May 2021, 15:00 PM
ব্যারাকপুর শিল্পাঞ্চলে রূপ বদলাচ্ছে গঙ্গার। নর্থ ব্য়ারাকপুর ও গারুলিয়া পুরসভার বিভিন্ন এলাকায় গঙ্গার ঘাটে ভাঙন।
25 May 2021, 14:45 PM
ইয়াস মোকাবিলায় রেড অ্যালার্ট জারি পশ্চিম মেদিনীপুরে। খড়গপুরের গ্রামীণ এলাকায় কাঁচা বাড়ি থেকে মানুষজনকে সরিয়ে আনা হল নিরাপদ আশ্রয়ে। এলাকায় চালু ত্রাণশিবির।
25 May 2021, 14:45 PM
ভারী বৃষ্টির জেরে বিপর্যয়ের আশঙ্কা। শিলিগুড়ি-সহ পাহাড়ের বিভিন্ন প্রান্তে বিশেষ টিম পাঠাল NDRF। একটি টিম পৌঁছে গিয়েছে বাঁকুড়ায়ও।
25 May 2021, 14:30 PM
ঘুর্ণিঝড়ের প্রভাবে দুপুর থেকে এক নাগাড়ে বৃষ্টি চলছে বর্ধমান শহর-সহ জেলার বিভিন্ন প্রান্তে। ইছামতী নদীর বাঁধ দিয়ে নোনা জল ঢুকল বসিরহাট, হাসনাবাদ ও হিঙ্গলগঞ্জে।
25 May 2021, 14:30 PM
ঝড়ে দুর্ঘটনা এড়াতে তত্পর রেল। হাওড়ার শালিমারে লাইনের সঙ্গে চেন দিয়ে বেঁধে রাখা হয়েছে ট্রেন।
25 May 2021, 14:30 PM
গত বছর আমপানে ক্ষতি হয়েছিল কলকাতা বিমানবন্দরে। এবার পরিস্থিতি উপর রাখা হচ্ছে। তবে, এখনও পর্যন্ত বিমান পরিষেবা বন্ধ থাকবে না বলেই খবর। বিকেলে ফের বৈঠকে বসবেন বিমানবন্দরের আধিকারিকরা। ঝড়ের গতিপ্রকৃতি দেখে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে।
25 May 2021, 14:30 PM
কলকাতায় গঙ্গার জলস্তর বাড়ার আশঙ্কা। শহরের বিভিন্ন এলাকার বন্ধ করা হল লকগেট।
25 May 2021, 14:30 PM
উত্তর কলকাতায় ঝড়ের হাত থেকে টালির বাড়ি ছেড়ে পুরসভার স্কুলে আশ্রয় নিল বেশ কয়েকটি পরিবার। ২৪ নম্বর ওয়ার্ডে খালি করা হচ্ছে বেশ কয়েকটি পুরনো বাড়ি।
25 May 2021, 14:15 PM
কলকাতা ও পারাদ্বীপ বন্দরের চেয়ারম্যানের সঙ্গে জরুরি বৈঠক কেন্দ্রীয় মন্ত্রী মানসুক মান্ডিবিয়ার। কলকাতা ও হলদিয়া বন্দরের তৈরি করা হল ২৫টি কুইক রেসপন্স টিম।
25 May 2021, 14:00 PM
ঘুর্ণিঝড় মোকাবিলায় নন্দীগ্রামে আসরে নেমেছেন BJP নেতা-কর্মীরা। বিভিন্ন এলাকার পরিদর্শন করলেন বিধায়ক শুভেন্দু অধিকারী।
25 May 2021, 14:00 PM
ইয়াসের প্রভাবে সকাল থেকে জেলাগুলিতে মেঘলা আকাশ। কলকাতা, নদিয়া ও হুগলিতে বজ্রবিদ্যুত্-সহ বৃষ্টির সম্ভাবনা।
25 May 2021, 13:45 PM
ধেয়ে আসছে ঘুর্ণিঝড় ইয়াস। বিপর্যয় মোকাবিলায় প্রশাসনের তত্পরতা তুঙ্গে। বিদ্যুত্ ভবনে কন্ট্রোল রুমে হাজির মন্ত্রী অরূপ বিশ্বাস।