Narada Case Live:ধৃত ৪ নেতা-মন্ত্রীর জামিন মঞ্জুর করল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ

নারদ মামলায় ধৃত ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি হচ্ছে

Last Updated: Friday, May 28, 2021 - 13:00
Narada Case Live:ধৃত ৪ নেতা-মন্ত্রীর জামিন মঞ্জুর করল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ

নিজস্ব প্রতিবেদন: সিবিআই সুপ্রিম কোর্ট থেকে নারদ মামলা প্রত্যাহার করার পর হাইকোর্টে ফের শুনানি শুরু হয়েছে নারদ মামলার। সোম ও বৃহস্পতিবার মামলার শুনানি হয়েছিল। ফের আজ শুনানি শুরু হল। আজ নারদ মামলায় ধৃত ফিরহাদ হাকিম, মদন মিত্র, শোভন চট্টোপাধ্যায় ও সুব্রত মুখোপাধ্যায়ের জামিনের আবেদনের শুনানি হচ্ছে। 

28 May 2021, 13:00 PM

মামলা সংক্রন্ত কোনও বিষয় মিডিয়ায় বলা যাবে না। 

28 May 2021, 13:00 PM

জামিন দেওয়া হল ২ লাখ টাকা ব্যক্তিগত বন্ডে। 

জামিনে মুক্ত হলেও মিডিয়ার মুখোমুখি হওয়া যাবে না।

28 May 2021, 12:45 PM

শর্ত সাপেক্ষে ৪ নেতার জামিন মঞ্জুর করল হাইকোর্টের বৃহত্তর বেঞ্চ। আলোচনা চলছে জামিনের শর্ত নিয়ে।

28 May 2021, 12:45 PM

ধৃত ৪ জনই প্রভাবশালী ছিলেন। এতদিন এঁদের গ্রেফতার করেননি কেন? এতদিন পর চার্জশিট জমা দেওয়ার পর গ্রেফতার কেন।

 

28 May 2021, 12:30 PM

জামিন দেবেন না। আবেদন সিবিআইয়ের আইনজীবী তুষার মেহতার। জামিন হলে এরা প্রভাব খাটাতে পারেন। তাছাড়া মামলাটি ঠান্ডা ঘরে চলে যাবে।

ঠান্ডা ঘরে যাবে না, মন্তব্য আদালতের।