রাস্তায় যেখানে সেখানে পড়ে নার্সিংহোমে ব্যবহৃত মাস্ক-গ্লাভস-পিপিই, বিক্ষোভ বেহালায়
স্থানীয়দের আরও অভিযোগ, বহুবার স্থানীয় বেহালা থানাকে বলা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি।
![রাস্তায় যেখানে সেখানে পড়ে নার্সিংহোমে ব্যবহৃত মাস্ক-গ্লাভস-পিপিই, বিক্ষোভ বেহালায় রাস্তায় যেখানে সেখানে পড়ে নার্সিংহোমে ব্যবহৃত মাস্ক-গ্লাভস-পিপিই, বিক্ষোভ বেহালায়](https://bengali.cdn.zeenews.com/bengali/sites/default/files/2020/08/01/265853-captureevfjw11.jpg)
নিজস্ব প্রতিবেদন : করোনা রোগীদের পরিবারের লোকজনের ব্যবহৃত হ্যান্ড গ্লাভস, মাস্ক, পিপিই কিট পড়ে যত্রতত্র। আতঙ্কে দিন কাটছে এলাকাবাসীর। ঘটনাটি ঘটেছে বেহালা চৌরাস্তার উপর অবস্থিত অ্যাপেক্স নার্সিংহোমে।
এলাকার লোকেদের অভিযোগ, বেশ কয়েকদিন ধরে একই জিনিস ঘটছে। করোনা রোগীর আত্মীয়দের ব্যবহৃত সরঞ্জাম রাস্তার মধ্যে পড়ে থাকছে। জনবহুল এলাকায় এমনিতেই প্রচুর লোকজন। আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন তাঁরা। স্থানীয়দের আরও অভিযোগ, বহুবার স্থানীয় বেহালা থানাকে বলা সত্ত্বেও কোনও সুরাহা হয়নি। উল্টে এক ডাক্তার তাঁদের হুমকি দিচ্ছেন বলেও অভিযোগ।
আজকেও ঠিক একইভাবে রাস্তার উপর পড়েছিল করোনা রোগীর আত্মীয়দের ব্যবহার করা সরঞ্জাম। এরপরই নিরাপত্তাহীনতার অভিযোগে স্থানীয় বাসিন্দারা বিক্ষোভে ফেটে পড়েন। ঘটনাস্থলে আসে বেহালা থানার পুলিস। দুপক্ষের বাগবিতণ্ডায় উত্তেজনা ছড়ায় এলাকায়। শেষে দোষ স্বীকার করে নার্সিংহোম কর্তৃপক্ষ। যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। তারপরই বিক্ষোভ ওঠে।
আরও পড়ুন, জনবহুল বাজারে মাংসের দোকানের ভিতর ঘাপটি মেরে লুকিয়ে ছিল 'সে', অল্পের জন্য রক্ষা পেলেন ক্রেতারা!