সোম, মঙ্গল স্যানিটাইজেশন, বুধ লকডাউন, পরপর ৩ দিন বন্ধ নবান্ন

আগামী সপ্তাহে মাত্র ২ দিন সরকারি কর্মচারী ও আধিকারিকরা কাজে যোগ দেবেন এবং অন্য দিন তারা বাড়িতে থেকেই কাজ করবেন বলে তথ্য ও সংস্কৃতি আধিকারিক জানিয়েছেন।  

Reported By: সুতপা সেন | Updated By: Aug 1, 2020, 04:34 PM IST
সোম, মঙ্গল স্যানিটাইজেশন, বুধ লকডাউন, পরপর ৩ দিন বন্ধ নবান্ন
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: জীবাণুমুক্ত করা হবে নবান্ন। ৩১ জুলাই নবান্নকে স্যানিটাইজেশন করা হয়েছে। তার পরেও শনিবার তথ্য ও সংস্কৃতি আধিকারিক জানিয়েছেন আগামী সোমবার অর্থাৎ ৩আগস্ট এবং ৪ অগাস্ট নবান্নকে সম্পূর্ণ স্যানিটাইজ করা হবে। যার ফলে রাজ্য সরকারের প্রধান কার্যালয় নবান্ন বন্ধ থাকবে।

৫ অগাস্ট আবার রাজ্যে সম্পূর্ণ লকডাউন। বুধবারও সম্পূর্ণ বন্ধ থাকবে নবান্ন। নবান্নকে মোট ১৫ বার এই নিয়ে স্যানিটাইজ করা হয়েছে।

উল্লেখ্য,  করোনা আতঙ্কে অতিরিক্ত মুখ্য সচিব তথা স্বরাষ্ট্র সচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কেও কোয়ারেন্টাইনে চলে যেতে হয়েছিল। তারপরে প্রায় ১৫ জনের মতো আক্রান্ত হয়েছিলেন। ফের আগামী সপ্তাহের সোমবার ও মঙ্গলবার সম্পূর্ণরূপে স্যানিটাইজেশন করা হবে বলে জানানো হয়েছে ।

আরও পড়ুন: চোখের সামনে ভেঙে পড়ল জাহাজ তৈরির কারাখানার দৈত্যাকার ক্রেন, মৃত  কমপক্ষে ১১ শ্রমিক

আগামী সপ্তাহে মাত্র ২ দিন সরকারি কর্মচারী ও আধিকারিকরা কাজে যোগ দেবেন এবং অন্য দিন তারা বাড়িতে থেকেই কাজ করবেন বলে তথ্য ও সংস্কৃতি আধিকারিক জানিয়েছেন।  

.