রংবদল করছেন নচিকেতা? বিজেপিতে স্বাগত, বার্তা দিলেন লকেট

এবার কি আবারও রংবদল করছেন গায়ক? জল্পনা তুঙ্গে।

Updated By: Jun 22, 2019, 08:13 PM IST
রংবদল করছেন নচিকেতা? বিজেপিতে স্বাগত, বার্তা দিলেন লকেট

নিজস্ব প্রতিবেদন: 'কাটমানি' নিয়ে শাসক দলের নেতানেত্রীকে নিয়ে নচিকেতার গানে বিড়ম্বনায় তৃণমূল। গায়কের ওমন চোখা চোখা শব্দ চয়নে প্রত্যাশিতভাবেই উল্লসিত বিরোধী শিবির। বাম থেকে রাম- নেতানেত্রীর ফেসবুকের দেওয়াল জুড়ে এখন নচিকেতা। প্রয়াত সিপিএম নেতা সুভাষ চক্রবর্তীর ঘনিষ্ঠ নচিকেতা পরিবর্তনের জমানায় বদলে ফেলেন শিবির। এবার কি আবারও রংবদল করছেন গায়ক? জল্পনা তুঙ্গে। নচিকেতার পাশে দাঁড়িয়ে তাঁকে বিজেপিতে স্বাগত জানালেন হুগলির সাংসদ লকেট চট্টোপাধ্যায়।                               

লোকসভায় নির্বাচনী বিপর্যয়ের পরই দলকে কাটমানি খাওয়া নিয়ে সতর্ক করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। স্পষ্ট নির্দেশ দিয়েছেন, ফেরত দিতে হবে কাটমানির টাকা। কাটমানি নিলে গ্রেফতারির হুঁশিয়ারিও দিয়েছেন। কাটমানির টাকা ফেরতের দাবিতে জায়গায় জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ। এহেন প্রেক্ষাপটেই কাটমানি নিয়ে গান বাঁধলেন নচিকেতা। পরিবর্তনের হাওয়ায় শিবির বদলেছিলেন গায়ক। তৃণমূলের বিভিন্ন অনুষ্ঠানেও গাইতে দেখা গিয়েছে তাঁকে। তৃণমূল ঘনিষ্ঠ নচিকেতার এমন গান প্রত্যাশিতভাবেই পালে হাওয়া দিয়েছে বিজেপির। নচির গান ফেসবুকে পোস্ট করে আসানসোলের সাংসদ তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় লিখেছেন,'মানুষের মনের কথা গানের মাধ্যমে হাস্যরসের তড়কা লাগিয়ে সকালের সামনে নিয়ে আসার জন্য নচিকেতা দা-কে ধন্যবাদ'।

তবে কি শিবির বদলে এবার বিজেপিতে আসবেন নচিকেতা? হুগলির সাংসদ তথা মহিলা মোর্চার রাজ্য সভানেত্রী লকেট চট্টোপাধ্যায়ের কথায়,''কেউ অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে ভাল লাগে। নচি দাকে শুভেচ্ছা জানাই। বুকে সাহস ও মনের জোর নিয়ে শাসক দলের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করলে এখন বিজেপি বলা হয়। এটা বোঝাচ্ছে বিজেপি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ মঞ্চ হয়ে উঠেছে। নচি দা দলে আসলে ভাল লাগবে''।         

তৃণমূলের অন্দরে বিদ্বজ্জনেদেরও সরব হওয়ার আহ্বান জানিয়েছেন লকেট। তাঁর মতে, কাটমানি, তোলাবাজি যাঁরা সামনে থেকে দেখতে পাচ্ছেন, তাঁরা এগিয়ে এসে মুখ খুলুন। নচিকেতার গানের ভাষায় বিপ্লব এনে দেয়। আশা করি এবার বিপ্লব আসবে।

আরও পড়ুন- ময়নাতদন্তের রিপোর্টে স্পষ্ট জিডি বিড়লার কৃতী ছাত্রী কৃত্তিকার মৃত্যুর কারণ

.