ভিডিও দেখিয়ে শিক্ষামন্ত্রীর পাল্টা দাবি, 'বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বিজেপি-ই'

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, হেরিটেজ কলেজকে পুরনো আগের অবস্থায় ফিরিয়ে আনতে সবরকম সাহায্য করবে শিক্ষা দফতর।

Updated By: May 15, 2019, 04:05 PM IST
ভিডিও দেখিয়ে শিক্ষামন্ত্রীর পাল্টা দাবি, 'বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বিজেপি-ই'

নিজস্ব প্রতিবেদন : বিদ্যাসাগর কলেজে ঈশ্চরচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের মূর্তি ভাঙার ঘটনায় অমিত শাহের অভিযোগ উড়িয়ে প্রমাণ সাপেক্ষে বিজেপিকে নিশানা করলেন শিক্ষামন্ত্রী। মঙ্গলবার সন্ধ্যায় তাণ্ডবের একটি ভিডিও ফুটেজ দেখিয়ে পার্থ চট্টোপাধ্যায় দাবি করলেন, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার মতো ঘৃণ্য কাজ করে তা অ্যনদিকে ঘোরানোর চেষ্টা করছে বিজেপি।

এদিন সাংবাদিক বৈঠকে একটি ভিডিও ফুটেজ দেখিয়ে শিক্ষামন্ত্রী অভিযোগ করেন, "বিজেপির ছেলেরা গেট টপকে কলেজের ভিতর ঢোকে। তাণ্ডব চালায় কলেজে। বিদ্যাসাগরের মূর্তি ভাঙে।" ভিডিও ফুটেজ-ই সব বলে দিচ্ছে বলে দাবি করেন তিনি। অমিত শাহ মিথ্যে ছবি দেখিয়ে ঘটনার মোড় ঘোরানোর চেষ্টা করছেন বলেও তোপ দাগেন তিনি।

প্রসঙ্গত, এদিন সকালে দিল্লিতে সাংবাদিক বৈঠক করেন বিজেপি সভাপতি অমিত শাহ। সেখানে কিছু ছবি দেখিয়ে অমিত শাহ দাবি করেন, "মঙ্গলবার সন্ধ্যায় বিদ্যাসাগর কলেজে তাণ্ডব চালিয়েছে টিএমসিপি-ই। আমরা গেটের বাইরে ছিলাম। গেট-ও বন্ধ ছিল। তৃণমূলের গুন্ডারাই বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে। সমবেদনা আদায়ে বিদ্যাসাগরের মূর্তি ভেঙে মিথ্যা নাটক করছে এখন।"

বিজেপি সভাপতির আনা অভিযোগ সাংবাদিক বৈঠকে সাফ খারিজ করে দেন শিক্ষামন্ত্রী। কটাক্ষ করে 'গল্পের বই লেখার' পরামর্শ দেন অমিত শাহকে। কলেজে ঢুকে তাণ্ডব, বিদ্যাসাগরের মূর্তি ভাঙার ঘটনায় এদিন বিজেপিকে নিশানা করে তীব্র সমালোচনা করেন পার্থ চট্টোপাধ্যায়। বলেন, "বর্বরোচিত আক্রমণ। বিদ্যাসাগর কলেজের ঘটনা আমাদের মাথাকে হেঁট করে দিয়েছে। নিন্দার কোনও ভাষা নেই। ক্ষমতার লোভে অন্ধ হয়ে গুন্ডাগিরি, দাদাগিরি করছে।"

আরও পড়ুন, 'জেলে আমার উপর অত্যাচার করা হয়েছে,' মুক্তির পরই বিস্ফোরক বিজেপি নেত্রী প্রিয়ঙ্কা

কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিদ্যাসাগর কলেজ, দু জয়গাতেই মঙ্গলবার সন্ধ্যায় হামলা পূর্ব পরিকল্পিত বলে দাবি করেন পার্থ। সাংবাদিক বৈঠকে শিক্ষামন্ত্রী আরও জানান, হেরিটেজ কলেজকে আগের অবস্থায় ফিরিয়ে আনতে কর্তৃপক্ষকে সবরকম সাহায্য করবে শিক্ষা দফতর। কলেজে ফের বিদ্যাসাগরের মূর্তি গড়ে দেবে শিক্ষা দফতর।

.