বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, ছেড়ে দেব না, আমার চেয়ে ভয়ঙ্কর কেউ নেই: মমতা

বিজেপি-তৃণমূল সংঘর্ষ ঘিরে রণক্ষেত্র বিধানসরণী। ভাঙল বিদ্যাসাগরের মূর্তি।   

Updated By: May 14, 2019, 08:57 PM IST
বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে, ছেড়ে দেব না, আমার চেয়ে ভয়ঙ্কর কেউ নেই: মমতা

নিজস্ব প্রতিবেদন: বিদ্যাসাগর কলেজ ঈশ্বরচন্দ্রের মূর্তি ভাঙার পর বিজেপিকে চরম হুঁশিয়ারি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বেহালার জনসভায় তৃণমূল নেত্রী বলেন,''ঈশ্বরচন্দ্রের মূর্তি ভেঙে দিয়েছে। এটা নকশাল আমলেও ঘটেনি। এত বড় লজ্জা। আমরা এটা ছেড়ে দেব না। ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেব বিজেপি''।                   

এদিন অমিত শাহের রোড শো ঘিরে বিজেপি-তৃণমূল সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে কলেজস্ট্রিট ও বিধানসরণী। বিদ্যাসাগর কলেজে তৃণমূল ছাত্র পরিষদের কর্মীরা অমিত শাহের রোড শো চলাকালীন কলো পতাকা দেখান। এরপর কলেজ থেকে ইটবৃষ্টি করার অভিযোগও উঠেছে পড়ুয়াদের বিরুদ্ধে। অভিযোগ, তারপরই বিজেপি কর্মীরা ভিতরে ঢুকে পড়েন। চলে ভাঙচুর। তৃণমূল ছাত্র পরিষদের পড়ুয়ারা ইট ছোড়ার অভিযোগ অস্বীকার করেছেন। তৃণমূলের  অভিযোগ, ক্যাম্পাসে বিদ্যাসাগরের মূর্তি ভেঙেছে বিজেপির দুষ্কৃতীরা।

ওই ঘটনায় অত্যন্ত ক্ষুব্ধ মমতা বন্দ্যোপাধ্যায়। সংবাদমাধ্যম সূত্রে ভাঙচুরের খবর পান নেত্রী। বলেন,''অমিত শাহ বাবু, বিরাট নেতা নাকি! তাঁর মুখ দেখলেই লোকে ভয় পায়। উত্তর কলকাতায় মিছিল করতে উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ড থেকে লোক এনেছেন। কী করেছে শুনুন? সংবাদমাধ্যম থেকে জানতে পেরেছি, অমিত শাহের মিছিল যেই শেষ হয়েছে', বিজেপির কিছু গুন্ডা, হাতে ডান্ডা নিয়ে বিদ্যাসাগর কলেজে আগুন লাগিয়েছে। ঈশ্বরচন্দ্রের মূর্তি ভেঙে দিয়েছে। এটা নকশাল আমলেও ঘটেনি। এত বড় লজ্জা। আমরা এটা ছেড়ে দেব না। ইঞ্চিতে ইঞ্চিতে জবাব নেব বিজেপি''।

মমতা আরও বলেন,''জানো তোমরা, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কে? যিনি নারী শিক্ষার প্রচলন করেছিলেন। যিনি মানুষকে শিক্ষিত করেছিলেন''। এরপরই সভায় থাকা শিক্ষামন্ত্রীকে তত্ক্ষণাত্ বিদ্যাসাগর কলেজে যাওয়ার নির্দেশ দেন মমতা। বলেন,''আপনি চলে যান পার্থ দা। সবার সাথে কথা বলুন। প্রিন্সিপ্যালের সঙ্গে কথা বলুন। অফিসিয়াল কমপ্লেন করবে কলেজ অথরিটি''। 

মমতার কথায়,''বিজেপির কাজে লজ্জিত। আমরা লজ্জিত। পুলিস কেন অনুমতি দিল? মিছিল করার নামে বাইরের গুন্ডা নিয়ে এসে আগুন লাগায়। দাঙ্গা লাগায়। বিদ্যাসাগরের মূর্তি ভাঙে। তাদের কোনও ক্ষমা আছে''।তৃণমূল নেত্রীর হুঙ্কার, এটা দ্বিশত বর্ষ বিদ্যাসাগরের। বাংলার হেরিটেজের গায়ে হাত দিলে আমার থেকে ভয়ঙ্কর কেউ নয়। রবীন্দ্রনাথের গায়ে হাত দিলে ছাড়ব না। বিদ্যাসাগরের গায়ে হাত দিয়ে তুমি আজ তুমি কী করেছ বুঝবে? 

মোদী-শাহকে গুন্ডা আখ্যা দিয়ে মমতা বলেন,''বিদ্যাসাগরের মূর্তি ভাঙলে গুন্ডা, ষন্ডা, পান্ডা সব বলব। মোদী গুন্ডা, হঠকারী গুন্ডা, মাথায়ে গেরুয়া ফেট্টি বাঁধছে''। 

আরও পড়ুন- ভিডিয়ো: কলেজ স্ট্রিটের পর অগ্নিগর্ভ বিধান সরণি, বিজেপি-তৃণমূলের ধুন্ধুমার সংঘর্ষ 

.