দ্বিতীয় দফার আগে রাজ্যে নতুন পর্যবেক্ষক, সরাসরি নজর জাতীয় কমিশনের

জানা গিয়েছে, মু্খ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে নায়ককে নিয়োগের সিদ্ধান্ত নিল কমিশন।

Updated By: Apr 17, 2019, 06:41 PM IST
দ্বিতীয় দফার আগে রাজ্যে নতুন পর্যবেক্ষক, সরাসরি নজর জাতীয় কমিশনের

নিজস্ব প্রতিবেদন: রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতরের দায়িত্ব বকলমে নিল দেশের নির্বাচন কমিশন। প্রথম দফার পর কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছিল বিজেপি। পুনর্ভোটের দাবিতে সিইও-র ঘরে ঢুকে বিক্ষোভ দেখান মুকুল রায়। সেই সিইও-র মাথায় বসানো হল বিশেষ পর্যবেক্ষককে। আজ রাতেই কলকাতায় আসছেন অজয় নায়েক। 

কমিশন সূত্রের খবর, আজ রাতে কলকাতায় আসছেন অজয় নায়েক। আগামিকাল অর্থাত্ বৃহস্পতিবার থেকে কাজ শুরু করবেন নতুন বিশেষ পর্যবেক্ষক। এর আগে বিহারের দায়িত্বে ছিলেন নায়েক। তখন কড়া হাতে ভোট পরিচালনা করেছিলেন তিনি।      
    

কার্যত রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের মাথায় বসানো হয়েছে বিশেষ পর্যবেক্ষককে। সূত্রের খবর, প্রতিদিনের যাবতীয় রিপোর্ট নেবেন অজয় নায়েক।

জানা গিয়েছে, মু্খ্য নির্বাচনী আধিকারিকের বিরুদ্ধে বিরোধীদের অভিযোগের প্রেক্ষিতে নায়ককে নিয়োগের সিদ্ধান্ত নিল কমিশন। এবার থেকে একা সিদ্ধান্ত নিতে পারবেন না মুখ্য নির্বাচনী আধিকারিক। সব সিদ্ধান্তে ক্ষেত্রে অনুমোদন লাগবে নায়েকের।

আরও পড়ুন- কেন্দ্রীয় বাহিনী কতদিন, ২৩ মে যতদিন, বাংলাদেশি অভিনেতাকে পাশে নিয়ে হুমকি মদনের
   

.