সুদীপ্ত সেনের উত্থানের ইতিহাস জানেন মদন মিত্র, জেরায় বিস্ফোরক কুণাল ঘোষ
কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডির জেরা থেকে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। বললেন, বিষ্ণুপুর থেকে সারদা কর্তা সুদীপ্ত সেনের উত্থানের ইতিহাস জানেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। এখানেই শেষ নয়। সারদা-প্রতিদিন চুক্তি নিয়ে তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুরও নাম তুলেছেন কুণাল ঘোষ। আর লাসভেগাসে সারদার অনুষ্ঠানে সুদীপ্ত সেন কী করেছিলেন? সেই তথ্য প্রাক্তন আইপিএস অফিসার রজত মজুমদারের ভাঁড়ারে রয়েছে বলে ইঙ্গিত দেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।
কেন্দ্রীয় তদন্তকারি সংস্থা ইডির জেরা থেকে বেরিয়ে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। বললেন, বিষ্ণুপুর থেকে সারদা কর্তা সুদীপ্ত সেনের উত্থানের ইতিহাস জানেন পরিবহণমন্ত্রী মদন মিত্র। এখানেই শেষ নয়। সারদা-প্রতিদিন চুক্তি নিয়ে তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসুরও নাম তুলেছেন কুণাল ঘোষ। আর লাসভেগাসে সারদার অনুষ্ঠানে সুদীপ্ত সেন কী করেছিলেন? সেই তথ্য প্রাক্তন আইপিএস অফিসার রজত মজুমদারের ভাঁড়ারে রয়েছে বলে ইঙ্গিত দেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ।
সারদা কাণ্ডে বিস্ফোরক মন্তব্য কুণাল ঘোষের। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের জেরা থেকে বেরিয়েই নাম তুললেন পরিবহণ মন্ত্রীর।
২০০৯ সালে বিষ্ণুপুর থেকে বিধায়ক নির্বাচিত হন মদন মিত্র। এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের জেরায় তার নামেই হাটে হাঁড়ি ভেঙেছেন তৃণমূল সাংসদ কুণাল ঘোষ। জবাবে কুণাল ঘোষকেও একহাত নিয়েছেন পরিবহণ মন্ত্রী মদন মিত্র।
অন্যদিকে পরিবহণমন্ত্রীর দাবি দুহাজার নয়ের অনেক আগেই সারদা সাম্রাজ্য তৈরি হয়েছে। কুণাল ঘোষের অভিযোগ উড়িয়ে দিয়ে বললেন ``আমিই যদি সব জানব তবে কুণাল ঘোষকে জেরা করছে কেন আমাকে করলেই তো হত।``
মঙ্গলবার কেন্দ্রীয় তদন্তকারি সংস্থার জেরা থেকে বেরিয়ে আরও দুজনের নাম প্রকাশ্যে এনেছেন কুণাল ঘোষ। প্রতিদিনের সঙ্গে সারদা কর্তা সুদীপ্ত সেনের কী চুক্তি ছিল সেবিষয়ে তৃণমূল সাংসদ সৃঞ্জয় বসু সাহায্য করতে পারবেন বলে মন্তব্য করেন কুণাল ঘোষ।
সারদা সাম্রাজ্য এই বিপুল অর্থভাণ্ডারের উত্স ও কারা তার যোগানদার তা খুঁজে বের করাই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডাইরেক্টরেটের অন্যতম লক্ষ্য। মঙ্গলবার প্রাক্তন আইপিএস অফিসার রজত মজুমদারের নামও সাংবাদিকদের সামনে আনেন কুণাল ঘোষ। লাসভেগাসের সারদা অনুষ্ঠানের বিষয়ে অনেক তথ্যই প্রাক্তন আইপিএস অফিসারের ভাঁড়ারে আছে বলে ইঙ্গিত দেন কুণাল ঘোষ।
মন্ত্রী, সাংসদ, প্রাক্তন আমলা। সারদা তিনজনের নামই খুন তাত্পর্যপূর্ণ ভাবে উঠে এসেছে কুণাল ঘোষের প্রতিক্রিয়ায়। রাজনৈতিক মহলের ধারণা মদন মিত্র,সৃঞ্জয় বসু,রজত মজুমদার, আগামী দিনে এই তিনজনকে জেরা করলে আগামী দিনে অনেক লুকনো তথ্যই সামনে উঠে আসতে পারে। জেরায় কার্যত ঘুরিয়ে তাই বলতে চাইলেন কুণাল ঘোষ।