Bangladesh: ফের পাক প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে বৈঠকে ইউনূস!
Bangladesh: এর আগে, সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে গিয়েও আলোচনায় বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। সেই বৈঠকে সার্কের পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছিলেন ইউনূস। এবার বৈঠকে কী নিয়ে আলোচনা? সেদিকেই নজর থাকবে সকলের।
সেলিম রেজা, ঢাকা: উন্নয়নশীল আট মুসলিম দেশে জোট ডি-৮ শীর্ষ সম্মেলন যোগ দিচ্ছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা মহম্মহ ইউনূস। শুধু তাই নয়, সম্মেলনের ফাঁকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফের সঙ্গে ফের বৈঠকও করবেন তিনি। কবে? চলতি মাসেই। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে তেমনই খবর।\
আরও পড়ুন: Bangladesh: ফাঁস আরও শক্ত! হাসিনা-রেহানার বিরুদ্ধে এবার ৮০০০০ কোটি টাকার দুর্নীতির তদন্ত শুরু
ডি-৮ জোটের একাদশতম শীর্ষ সম্মেলনে অনুষ্ঠিত হবে মিশরের কায়রোতে। পাকিস্তানে পররাষ্ট্র দফতর ঘোষণা করেছে, ডি-৮ জোটের বৈঠকে যোদ দিতে ৩ দিনের সফরে কায়রো যাবেন প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তখনও কায়রোতে থাকবেন ইউনূসও। সম্মেলনে ফাঁকে বৈঠকে বসতে পারেন দুই রাষ্ট্রনেতা। যদিও পাকিস্তানের পররাষ্ট্র দফতরের তরফে এখনও পর্যন্ত কিছু জানানো যায়নি।
এর আগে, সেপ্টেম্বরে রাষ্ট্রসংঘের সাধারণ পরিষদের বৈঠকে গিয়েও আলোচনায় বসেছিলেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ও বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান। সেই বৈঠকে সার্কের পুনরুজ্জীবনের আহ্বান জানিয়েছিলেন ইউনূস। এবার বৈঠকে কী নিয়ে আলোচনা? সেদিকেই নজর থাকবে সকলের।
পাকিস্তান ও বাংলাদেশ তো আছেই। ডি-৮ জোটে রয়েছে মিশর, মালয়েশিয়া, নাইজেরিয়া, ইন্দোনেশিয়া, ইরান এবং তুরস্কও। এই জোটের সদস্য়রা মূলত নিজেদের মধ্যে আর্থিক সহযোগিতার দিকেই মনোনিবেশ করে। সঙ্গে গ্রামীণ উন্নয়ন, বিজ্ঞান ও প্রযুক্তি মানবিক উন্নয়ন, কৃষি, জ্বালানি পরিবেশ এবং স্বাস্থ্যসেবার মতো বিষয়ও প্রধান্য পায়।
সূত্রের খবর, এবারের সম্মেলনে মিশরের প্রেসিডেন্ট আবদেল ফাত্তাহ আল-সিসি-কে জোটের সভাপতিত্ব হস্তান্তর করবেন ইউনূস। সম্মেলনে বিশেষ গুরুত্ব পাবে গাজা-লেবানন প্রসঙ্গ। স্রেফ আলাদা সেশন নয়, মানবিক সংকট নিরসনে যৌথ প্রস্তাবনা প্রকাশ করবেন ডি-৮ শীর্ষ নেতারা। ১৯৯৭ সালের ১৫ জুন ইস্তাম্বুল ঘোষণার মাধ্যমে সদস্য দেশগুলোর মধ্যে উন্নয়ন সহযোগিতা বাড়ানোর লক্ষ্য নিয়ে ডি-৮ গ্রুপটি যাত্রা শুরু করে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)