মধ্যমগ্রামকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে হাইকোর্টের দ্বারস্থ নির্যাতিতার বাবা
মধ্যমগ্রামকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতার বাবা। আজ আদালতে রিট পিটিশন দাখিল করেছেন তিনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে। মধ্যমগ্রামকাণ্ডে পুলিসের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ জানিয়েছে নির্যাতিতার পরিবার।
মধ্যমগ্রামকাণ্ডে সিবিআই তদন্ত চেয়ে এবার হাইকোর্টের দ্বারস্থ হলেন নির্যাতিতার বাবা। আজ আদালতে রিট পিটিশন দাখিল করেছেন তিনি। ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করা হয়েছে। মধ্যমগ্রামকাণ্ডে পুলিসের ভূমিকা নিয়েও তীব্র অসন্তোষ জানিয়েছে নির্যাতিতার পরিবার।
তাঁদের অভিযোগ, পুলিসি নিষ্ক্রিয়তার কারণেই এত বড় কাণ্ড ঘটে গেছে। নির্যাতিতার মৃত্যুর পর পুলিস দেহ নিয়ে জোরজবরদস্তি তা পুড়িয়ে ফেলার চেষ্টা করে বলেও অভিযোগ করেছেন তিনি। রিট পিটিশনে নির্যাতিতার বাবার অভিযোগ, নিরাপত্তা নিয়ে তাঁরা এখনও আশঙ্কিত। পরিবারের সকলের যথাযথ নিরাপত্তার দাবি জানিয়েছেন তিনি। মধ্যমগ্রামকাণ্ডে সিবিআই তদন্তের দাবিতে এর আগেও হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা
হয়েছে।
এদিকে, কামদুনি-খরজুনার পর এবার মধ্যমগ্রাম। রাষ্ট্রপতির কাছে সুবিচারের দাবি জানাতে চলেছে মধ্যগ্রামের নির্যাতিতার পরিবার। আজ বিমানে দিল্লি যাচ্ছেন তাঁরা। আগামিকাল দুপুরে দেখা করবেন রাষ্ট্রপতির সঙ্গে। দেশের সাংবিধানিক প্রধানের কাছে সিবিআই তদন্তের দাবি জানাবেন নির্যাতিতার বাবা-মা।
মধ্যমগ্রাম কাণ্ডের প্রতিবাদে সরব রাজধানী দিল্লি। গতকালর দিল্লির চিত্তরঞ্জন পার্কে প্রতিবাদ সমাবেশের আয়োজন করা হয়। ছিলেন সিপিআইএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত। দিল্লির নির্ভয়া কাণ্ডের পরেও দেশজুড়ে মহিলাদের নিরাপত্তা কোনও ভাবেই সুরক্ষিত হয়নি বলে অভিযোগ জানান বৃন্দা কারাট। সমাবেশে অংশগ্রহনকারীরাও মধ্যমগ্রাম কাণ্ডে অভিযুক্তদের দ্রুত শাস্তির দাবি জানিয়েছেন।