মাদ্রাসা সার্ভিস কমিশন অবৈধ, এদিকে ঘোষিত পরীক্ষার দিন

মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পরীক্ষা উনত্রিশে মার্চ। কিন্তু হাইকোর্ট মাদ্রাসা সার্ভিস কমিশনকে অবৈধ ঘোষণা করায় ওই পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। মুসলিম সংগঠনগুলির দাবি, অবিলম্বে এব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানাক রাজ্য সরকার।

Updated By: Mar 18, 2014, 11:55 PM IST

মাদ্রাসায় শিক্ষক নিয়োগের পরীক্ষা উনত্রিশে মার্চ। কিন্তু হাইকোর্ট মাদ্রাসা সার্ভিস কমিশনকে অবৈধ ঘোষণা করায় ওই পরীক্ষা নিয়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে। মুসলিম সংগঠনগুলির দাবি, অবিলম্বে এব্যাপারে নিজেদের সিদ্ধান্ত জানাক রাজ্য সরকার।

হাইকোর্ট সম্প্রতি রায় দিয়েছে, মাদ্রাসা সার্ভিস কমিশন অসাংবিধানিক। হাইকোর্টের রায়কে স্বাগত জানিয়েছে বিভিন্ন মাদ্রাসা শিক্ষক ও সংখ্যালঘু সংগঠন। কিন্তু তাদের প্রশ্ন , হাইকোর্টের রায়ের পর মাদ্রাসা শিক্ষক নিয়োগের পরীক্ষা নিয়ে রাজ্য সরকার কী চিন্তাভাবনা করছে তা জানাক রাজ্য সরকার। পঞ্চাশ হাজারেরও বেশি পরীক্ষার্থীর ভবিষ্যত নিয়ে সরকার চুপ কেন সেই প্রশ্নও তুলেছে সংগঠনগুলি।

মুসলিম সংগঠনগুলির দাবি, মাদ্রাসায় শিক্ষক নিয়োগের জন্য তাদের সঙ্গে আলোচনায় বসুক সরকার। সরকারি চিন্তাভাবনাও তাদের পরিষ্কার জানানো হোক ।

.