সরকারি স্বীকৃতির দাবিতে বিক্ষোভ মাদ্রাসা শিক্ষকদের, সাতসকালে উত্তেজনা ছড়াল বালিগঞ্জ এলাকায়
আলোচনায় কাজ না হলে টেনে হিঁচড়ে জোর করে রাস্তা থেকে ওঠানো হয় বিক্ষোভকারীদের।
নিজস্ব প্রতিবেদন : মাদ্রাসা শিক্ষকদের বিক্ষোভের জেরে মঙ্গবার সকালে উত্তপ্ত হয়ে উঠল বালিগঞ্জ। রাজ্যের নথিভুক্ত ১০ হাজার মাদ্রাসাকে সরকারি স্বীকৃতি দিতে হবে। সেইসঙ্গে মাদ্রাসার শিক্ষকদের স্থায়ী পদ দিতে হবে। এই দাবিতে এদিন সকালে বালিগঞ্জের ভারত সেবাশ্রম সংঘের সামনের এলাকায় বিক্ষোভে বসেন মাদ্রাসা শিক্ষকরা। আর তা কেন্দ্র করেই ছড়ায় উত্তেজনা।
প্রায় শ দুয়েক মাদ্রাসা শিক্ষক জমায়েত করেন। সকাল সাড়ে ৯টা নাগাদ জাময়েত করতে শুরু করেন তারা। পথ অবরোধের চেষ্টাও করেন বিক্ষোভকারীরা। মাদ্রাসা শিক্ষকদের এই বিক্ষোভের জেরে বেশ কিছুক্ষণের জন্য জামির লেনে বন্ধ হয়ে যায় যান চলাচল। বিক্ষোভের খবর পেয়ে পুলিস ঘটনাস্থলে এলে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। পুলিস বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে বাধা দেয় তারা। উত্তেজনা ছড়ায় এলাকায়। পরিস্থিতি আয়ত্তে আনতে ঘটনাস্থলে আসেন গড়িয়াহাট থানার ওসি। মাদ্রাসা শিক্ষকদের সঙ্গে আলোচনার ভিত্তিতে অবরোধ তোলার চেষ্টা করা হয় প্রথমে।
কিন্তু আলোচনা ফলপ্রসূ না হলে, তাঁদের টেনে হিঁচড়ে জোর করে রাস্তা থেকে ওঠানো হয়। তাতেই উত্তেজনা ছড়ায়। পরে ঘটনাস্থলে আসেন ডিসি সাউথও। প্রায় ঘণ্টাখানেক ধরে চলে বিক্ষোভ, অবরোধ। শেষে সকাল সাড়ে ১০টা নাগাদ প্রায় ১০০ জন মাদ্রাসা শিক্ষককে গ্রেফতার করে লালবাজারে নিয়ে যাওয়া হয়। এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে।
আরও পড়ুন, দিল্লিতে বড়সড় নাশকতার ছক কষেছিল জইশ, ফাঁদ পেতে জঙ্গিদের ধরল স্পেশাল সেল