কলকাতা পুরসভার চেয়ারপার্সেনের দায়িত্ব পাচ্ছেন মালা রায়

কলকাতা পুরসভার চেয়ারপার্সেনের দায়িত্ব পাচ্ছেন মালা রায়। শপথ গ্রহণের পর সেকথা জানিয়েও দেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালা রায় জানান, তৃণমূল সুপ্রিমো তার ওপর যে গুরুদায়িত্ব দিয়েছেন তা ঠিকঠাক পালন করাই তারকাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। দলবদলের পুরস্কার হিসাবেই  কী  এতবড় দায়িত্ব পেলেন মালা? গুঞ্জন  তৃণমূলের অন্দরেই।

Updated By: May 5, 2015, 10:53 PM IST
কলকাতা পুরসভার চেয়ারপার্সেনের দায়িত্ব পাচ্ছেন মালা রায়

ওয়েব ডেস্ক: কলকাতা পুরসভার চেয়ারপার্সেনের দায়িত্ব পাচ্ছেন মালা রায়। শপথ গ্রহণের পর সেকথা জানিয়েও দেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মালা রায় জানান, তৃণমূল সুপ্রিমো তার ওপর যে গুরুদায়িত্ব দিয়েছেন তা ঠিকঠাক পালন করাই তারকাছে সবথেকে বড় চ্যালেঞ্জ। দলবদলের পুরস্কার হিসাবেই  কী  এতবড় দায়িত্ব পেলেন মালা? গুঞ্জন  তৃণমূলের অন্দরেই।

এদিকে, প্রত্যাশা ছাপিয়েই নগরবাসীর ভোটে কলকাতা পুরসভার দখল নিয়েছে তৃণমূল। মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠান ঘিরেও চলছে বেনজির আয়োজন। প্রথমে ঠিক ছিল অন্যান্য বারের মতো এবারেও টাউন হলের ভেতরেই হবে শপথ গ্রহণ। আয়োজনের বহর বেড়েছে। অতিথি,অভ্যাগতদের কথা চিন্তা করেই শেষ পর্যন্ত ঠিক হয়েছে ভেতরে নয়, টাউন হলের বাইরেই মঞ্চ গড়ে হবে শপথ গ্রহণ অনুষ্ঠান। সেখানেই শপথ নেবেন মেয়র ও চেয়ারম্যান। 

.