ম্যালেরিয়া প্রতিরোধে নতুন অধ্যায় কলকাতায় বসে খুললেন ব্রিটিশ গবেষক

ম্যালেরিয়া প্রতিরোধে নতুন অধ্যায়। ২০১৪ সালে বাজারে আসতে চলেছে ম্যালেরিয়া প্রতিষেধক। আজ কলকাতায় এসে এমনই দাবি জানিয়েছেন ব্রিটিশ ম্যালেরিয়া গবেষক ডেভিড ওয়ারেল। তবে এই সুখবর এখনই সবার জন্য নয়। কারণ প্রতিষেধকটি অত্যন্ত মূল্যবান।

Updated By: Oct 19, 2013, 06:42 PM IST

ম্যালেরিয়া প্রতিরোধে নতুন অধ্যায়। ২০১৪ সালে বাজারে আসতে চলেছে ম্যালেরিয়া প্রতিষেধক। আজ কলকাতায় এসে এমনই দাবি জানিয়েছেন ব্রিটিশ ম্যালেরিয়া গবেষক ডেভিড ওয়ারেল। তবে এই সুখবর এখনই সবার জন্য নয়। কারণ প্রতিষেধকটি অত্যন্ত মূল্যবান।
পৃথিবীতে প্রতি বছর সাড়ে ছ লাখেরও বেশি মানুষ মারা যান ম্যালেরিয়াতে। ম্যালেরিয়ার প্রতিষেধক আবিস্কারে চলছে দীর্ঘ গবেষণা। ব্রিটিশ গবেষক ডেভিড ওয়ারেলের দাবি ২০১৪ বাজারে আসতে চলেছে বহু প্রতিক্ষিত সেই প্রতিষেধক।
 
কলকাতায় একটি অনুষ্ঠানে ব্রিটিশ গবেষকের দাবি প্রতিষেধক নিলে ম্যালেরিয়ায় আর মৃত্যু হবে না। কিন্তু একই সঙ্গে তিনি এও জানিয়েছেন এখনই এই প্রতিষেধক আম জনতার হাতে পৌঁছানো প্রায় অসম্ভব। কেবল মাত্র সেনাবাহিনী এবং বিদেশী পর্যটকদের জন্যই এই টিকা।
 
তবে ম্যালেরিয়া টিকা বাজারে এলে তা যে যুগান্তকারী হবে তা মানছেন গবেষকরা।
 
অনেকেরই প্রশ্ন এত রোগের টিকা আবিস্কার হয়েছে কিন্তু ম্যালেরিয়ার মত রোগের টিকা অবিস্কারে এত দেরী কেন। গবেষকরা বলছেন, ম্যালেরিয়া জীবাণু কোনও ব্যক্টেরিয়া বা ভাইরাস নয়। এটি একটি পরজীবী বা প্যারাসাইট। পরজীবীদের জীবন চক্র অত্যন্ত জটিল। যা কোনও প্রতিষেধকের মাধ্যমে আটকানো অত্যন্ত কঠিন। আর সেই কারণেই ম্যালেরিয়া প্রতিষেধক তৈরিতে এত দেরী।

.