ভোটের ফল প্রকাশের পর মুখোমুখি Modi-Mamata, বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠক

কোভিড পরিস্থিতি ও সরকারি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা হবে বৈঠকে।

Updated By: May 19, 2021, 10:08 PM IST
ভোটের ফল প্রকাশের পর মুখোমুখি Modi-Mamata, বৃহস্পতিবার ভার্চুয়াল বৈঠক

নিজস্ব প্রতিবেদন: অবশেষে বরফ গলল! ভোটের ফলপ্রকাশের পর এই প্রথমবার মুখোমুখি বৈঠকে বসতে চলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলায় ৯টি জেলার কোভিড পরিস্থিতি ও সরকারি ব্যবস্থাপনা নিয়ে এই ভার্চুয়াল বৈঠক হবে আগামিকাল অর্থাত্‍ বৃহস্পতিবার।

কখনও ভ্যাকসিনে দামে কেন্দ্র-রাজ্য ফারাক , তো কখনও আবার Oxygen সিলিন্ডার, কনসেনট্রেটর, করোনার ওষুধে GST প্রত্যাহারের দাবি, প্রধানমন্ত্রীকে চিঠি দিয়েছেন একাধিকবার। কিন্তু বৈঠক? হয়নি কখনও। বরং মোদীর বিরুদ্ধে তাঁকে বৈঠকে না ডাকার অভিযোগ করেছেন মমতা। এবার সেই ছবিটা বদলাতে চলেছে।

আরও পড়ুন:Black Fungus সংক্রমণকে 'মহামারী' ঘোষণা রাজস্থানের, এরাজ্যও মিলল রোগী

বাংলায় করোনা পরিস্থিতি রীতিমতো উদ্বেগজনক। পরিস্থিতি নিয়ন্ত্রণে ৩০ মে পর্যন্ত রাজ্যে কার্যত লকডাউন জারি করেছে সরকার। জানা গিয়েছে, প্রথমে ৯টি জেলার জেলাশাসক ও স্বাস্থ্য অধিকর্তাদের সঙ্গেই বৈঠক করতে চেয়েছিলেন প্রধানমন্ত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী বাদ কেন? তা নিয়ে প্রশ্ন ওঠে। এরপরই সূচি বদল করা হয়। প্রধানমন্ত্রীর দফতরের তরফে বৈঠকে মুখ্যমন্ত্রী থাকার বিষয়টি উল্লেখ করা হয়। বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় থাকবেন বলে জানানো হয়েছে নবান্নের তরফেও।

আরও পড়ুন: রাজ্যে দৈনিক মৃতের সংখ্যা এই প্রথম ১৫০ পার, ঊর্ধ্বমুখী সংক্রমণের হারও

.