আগামী ১৬ অগাস্ট 'খেলা হবে দিবস' ঘোষণা Mamata-র;২৪-র বার্তা,'রাজ্যে রাজ্যে খেলা হবে'

বাংলায় ভোটে 'খেলা হবে' স্লোগান দিয়েছিল তৃণমূল। সেই খেলায় জয় হয়েছে নেত্রীর। তবে খেলা এখনও শেষ হয়নি। ২৪-র লক্ষ্য বেঁধে দিলেন মমতা (Mamata Banerjee)। 

Updated By: Jul 21, 2021, 04:10 PM IST
আগামী ১৬ অগাস্ট 'খেলা হবে দিবস' ঘোষণা Mamata-র;২৪-র বার্তা,'রাজ্যে রাজ্যে খেলা হবে'

নিজস্ব প্রতিবেদন: খেলা এখনও শেষ হয়নি। বিজেপিকে ক্ষমতা থেকে না সরানো পর্যন্ত খেলা চলবে। একুশের মঞ্চ থেকে জানিয়ে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘোষণা করলেন, ১৬ অগাস্ট উদযাপিত হবে খেলা হবে দিবস।     

বাংলায় বিরাট জয়ের জন্য এ দিন মহিলাদের আলাদা করে কৃতজ্ঞতা জানালেন তৃণমূল নেত্রী। তিনি বলেন,'কর্মীদের দল তৃণমূল। বুথ কর্মী, সাধারণ মানুষ ও মা-বোনেদের অভিনন্দন জানাতে চাই। আমি নির্বাচনের সময় দেখেছি বিজেপি যত অত্যাচার করেছে আমার মা-বোনেরা রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন। আমার সভায় এসেছেন তাঁরা। হুইলচেয়ারে সভা করতে হয়েছে। মা-বোনেরা, তপশিলী-আদিবাসী ভাইবোনেরা এবং কৃষকরা মিলে জিতিয়েছেন। আপনাদের কাছে চিরকৃতজ্ঞ। সেলাম জানাচ্ছি। ইদ মোবারক। সবাইকে ভালো রাখুন খোদা। সব ধর্ম-বর্ণ মিলে ঐক্যবদ্ধ ভারত গড়তে চাই।'

বাংলায় ভোটে 'খেলা হবে' স্লোগান দিয়েছিল তৃণমূল। সেই খেলায় জয় হয়েছে নেত্রীর। তবে খেলা এখনও শেষ হয়নি। ২৪-র লক্ষ্য বেঁধে দিলেন মমতা (Mamata Banerjee)। তাঁর কথায়,'খেলা হবে। খেলা একটা হয়েছে। ৫ মে যার রেজাল্ট আপনারা দেখতে পেয়েছেন। খেলা আবার হবে। যত দিন বিজেপিকে ভারতবর্ষ থেকে বিতাড়িত না করতে পারি ততদিন রাজ্যে রাজ্যে খেলা হবে। খেলা হবে বুথে বুথে। সমস্ত জায়গায় খেলা হবে।'

'খেলা হবে দিবস' উদযাপনের কথা বিধানসভায় জানিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। এ দিন দিনক্ষণ বলে দিলেন। মমতা জানান,'পশ্চিমবঙ্গে খেলা হবে দিবস আমরা পালন করব। ১৬ অগাস্ট পালিত হবে। ওই দিন আমরা যে যেখানে পারব কিছু ফুটবল দেব। যারা এই সব নিয়ে খেলাধুলো করবে। খেলা ছাড়া জীবন গড়ে ওঠে না। খেলা সুস্থ, সভ্য, মানবিক সংস্কৃতির প্রতীক। আজ আমাদের দেশের স্বাধীনতা বিপদে।'

আরও পড়ুন- 'ফোনের ক্যামেরায় প্লাস্টার লাগিয়ে দিয়েছি', পেগাসাস-কাণ্ডে কেন্দ্রকে তোপ Mamata-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.