Mamata Banerjee: পড়ুয়াদের জন্য 'যোগ্যশ্রী' ও মাসে ১০ হাজার টাকার 'স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম' ঘোষণা মুখ্যমন্ত্রীর!

আমি চাই ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিক।  পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকরি রিনিউ হবে।

Updated By: Jan 8, 2024, 02:26 PM IST
Mamata Banerjee: পড়ুয়াদের জন্য 'যোগ্যশ্রী' ও মাসে ১০ হাজার টাকার 'স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম' ঘোষণা মুখ্যমন্ত্রীর!

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ধনধান্যে স্টেডিয়ামে ছাত্রছাত্রীদের সম্মেলনে কার্যত কল্পতরু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। রাজ্যের পড়ুয়াদের জন্য ঘোষণা ২-২টি স্কিমের। যোগ্যশ্রী প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। এসসি-এসটি পড়ুয়াদের জন্য এই যোগ্যশ্রী প্রকল্প। বিভিন্ন সরকারি পরীক্ষা, ইঞ্জিনিয়ারিং (JEE ও WBJEE), ডাক্তারি (NEET) প্রবেশিকার জন্য বিনামূল্যে প্রশিক্ষণ ব্যবস্থা। ৫০টি সেন্টার চালু করা হচ্ছে প্রবেশিকার প্রশিক্ষণের জন্য। আর সরকারি চাকরি পরীক্ষার জন্য প্রতি জেলায় ২টো করে মোট ৪৬টি সেন্টার তৈরি করা হবে। একইসঙ্গে এদিন রাজ্যের তরফে স্টুডেন্ট ইন্টার্নশিপ স্কিম চালু করার কথা ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। ছাত্রাবস্থা থেকেই সরকারি কাজের প্রশিক্ষণ। প্রশিক্ষণ শেষে সার্টিফিকেট। কলেজ-পড়ুয়াদের জন্য ১ বছরের ইন্টার্নশিপ। ইন্টার্নশিপে মাসে ১০,০০০ টাকা করে পাবেন। ভালো কাজ করলে রিনিউ করা হতে পারে চাকরি।

মমতা বলেন, "এ বছর আরও একটা নতুন স্কিম চালু করলাম। স্টুডেন্ট ইনটার্নশিপ স্কিম। আজ থেকেই শুরু হল। আমি চাই ছোটবেলা থেকেই ছেলেমেয়েরা সরকারি কাজের সঙ্গে প্রশিক্ষণ নিক। এই প্রশিক্ষণে উত্তীর্ণ হতে পারলে প্রত্যেকে সার্টিফিকেট পাবে। এক বছরের জন্য আড়াই হাজার পড়ুয়াকে ইন্টার্নশিপ দেওয়া হবে। কলেজে ও বিশ্ববিদ্যালয়ে পড়তে হবে তাদের। পড়ুয়াদের যোগ্যতার বিচারে তাদের চাকরি রিনিউ হবে। এই ভাবে গ্রাসরুট লেভেল থেকে লোক তুলে আনার চেষ্টা করছি আমরা। ইনটার্নশিপ করার সময় দশ হাজার টাকা রেমুনারেশান পাবেন। ছাত্রজীবন থেকেই প্রশাসনিক ধারণা তৈরি হয়ে যাবে।" এদিন এসসি-এসটি স্কুলের হস্টেলে পড়ুয়াদের পড়াশোনা ও খাওয়াদাওয়ার জন্য বরাদ্দ ১০০০ টাকা থেকে বাড়িয়ে ১৮০০ টাকা করার কথাও ঘোষণা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায়। পাশাপাশি, তিনি জানান, ওবিসি পড়ুয়াদের জন্য রাজ্যের মেধাশ্রী প্রকল্প রয়েছে। ২ লাখ ৫৪ হাজার ওবিসি পড়য়া ইতিমধ্যেই মেধাশ্রী পেয়েছেন। এবছর আরও ২ লাখ ৭৭ হাজার ওবিসি পড়ুয়া এই স্কলারশিপ পাবে। 

এর পাশাপাশি তৃণমূল সরকার ইংরেজি মাধ্যম স্কুলও চালু করেছে বলে জানান মমতা। বলেন, মাতৃভাষাতেও পড়াশোনার ব্যবস্থা করেছে রাজ্য সরকার। সাঁওতালি, উর্দুতেও এখন পড়ানো হচ্ছে। ৮৬ লাখেরও বেশি মেয়ে কন্যাশ্রী পাচ্ছে। সবুজসাথী সাইকেল সবাই পাচ্ছে। এদিন ধনধান্যে স্টেডিয়ামে মুখ্যমন্ত্রী ঘোষণা করেন প্রতি বছর ১-৭ জানুয়ারি ছাত্র সপ্তাহ পালন করা হবে। মমতা এদিন দাবি করেন, রাজ্যে স্কুলছুটের হার কমেছে। পশ্চিমবঙ্গ দেশের মধ্যে এডুকেশন সেক্টরে সেরার শিরোপা পেয়েছে। স্কট অ্যাওয়ার্ড পেয়েছে বাংলা। প্রাথমিক শিক্ষার শীর্ষে বাংলা। সারা ভারতে যাদবপুর ও কলকাতা বিশ্ববিদ্যালয় উৎকৃষ্টতার শীর্ষে রয়েছে।

আরও পড়ুন, Abhishek Banerjee: মেগা রোববার, পৈলান থেকে লোকসভার প্রচার শুরু অভিষেকের!

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.