কী দেখছে আমরা কাজটা করছি কিনা! রাজ্যে কেন্দ্রীয় দলের পরিদর্শন নিয়ে Mamata

আগে দেশ বাঁচাতে বলুন, তার পর বাংলায় আসবেন। বুধবার নবান্নে বললেন মমতা (Mamata Banerjee)। 

Updated By: Aug 25, 2021, 07:02 PM IST
কী দেখছে আমরা কাজটা করছি কিনা! রাজ্যে কেন্দ্রীয় দলের পরিদর্শন নিয়ে Mamata

নিজস্ব প্রতিবেদন: বাংলায় কেন্দ্রের অনুদানে চলা প্রকল্পগুলির কাজ কেমন চলছে তা দেখতে এসেছে কেন্দ্রীয় সরকারের প্রতিনিধি দল। এনিয়ে উষ্মাপ্রকাশ করলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সাংবাদিকদের প্রশ্নে তিনি জানান,'কেন্দ্রীয় সরকার লোকজন পাঠিয়ে কী দেখছে আমরা কাজটা করছি কিনা! ওদের বোঝা উচিত বাংলা সব ক্ষেত্রে এক নম্বরে।'

সাম্প্রতিককালে একাধিক প্রকল্পের বাস্তবায়নে বাংলার প্রশংসা করেছে ভারত সরকার। সেই প্রসঙ্গ তুলে মমতা (Mamata Banerjee) বলেন,'বাংলা একশো দিনের কাজে এক নম্বরে। বাংলা আবাস যোজনায় এক নম্বরে। ক্ষমতা থাকলে করে দেখাক। বাংলার বাড়িতে বাংলা এক নম্বরে। স্কিলে বাংলা এক। করে দেখাক। এমএসএমই-তে বাংলা এক। করে দেখাক। আরও আছে।'

মমতার (Mamata Banerjee) সংযোজন,'কিছু পারে না খালি দেশটাকে বিক্রি করে দিচ্ছে। রেল বিক্রি করছে। স্টেশন বিক্রি করছে। ফোর্ট বিক্রি করছে। পাবলিক সেক্টর বিক্রি করছে। ইনসুরেন্স বিক্রি করছে। সব বিক্রি করে দিচ্ছে। ওই টাকাগুলি নিয়ে গিয়ে রিজার্ভ ভান্ডারে রেখে শুধু ইলেকশন করবে। ক্ষমতায় থাকবে। আর ক্ষমতায় থাকার জন্য দেশটাকে বিক্রি করে দেবে। এই সরকারকে সমর্থন করি না। আগে দেশ বাঁচাতে বলুন। তার পর বাংলায় আসবেন। ডেলিপ্যাসেঞ্জারির মতো বাংলায় এসেছিল, দেখে নিয়েছে রেজাল্টটা কী হল!'

উল্লেখ্য, রাজ্যে কেন্দ্রীয় সরকারের অনুদানে চলা প্রকল্পগুলি খতিয়ে দেখতে এসেছেন গ্রামোয়ন্নয়ন ও পঞ্চায়েত মন্ত্রকের আধিকারিকরা। জানা গিয়েছে, কেন্দ্রীয় সরকারের দেওয়া অর্থ ঠিকঠাক ব্যবহার হয়েছে কিনা তা দেখবেন তাঁরা।  

আরও পড়ুন- NMP: এটা মোদীর নয় দেশের সম্পদ, কেন্দ্রের সম্পত্তি নগদীকরণ প্রকল্পে তোপ Mamata-র

 (Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.