নিখোঁজ দৃষ্টিহীন রোগিনীর খোঁজ মিলল ঝোপের ধারে, মুখ্যমন্ত্রীর নির্দেশে আনা হল কলকাতায়
হাসপাতাল থেকে নিখোঁজ দৃষ্টিহীন রোগিনীকে দুদিন পর উদ্ধার করা হল ঝোপের ধার থেকে। অসুস্থ ওই রোগিনীকে চিকিত্সার জন্য নিয়ে আসা হল কলকাতার বেলভিউ হাসপাতালে।
মুখ্যমন্ত্রীর নির্দেশে ভাটপাড়া হাসপাতাল গিয়ে তাঁকে কলকাতায় নিয়ে আসেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। গত রবিবার দৃষ্টিহীন ওই রোগিনীকে বারাকপুরের বি এন বোস হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার থেকে খোঁজ মিলছিল না তাঁর। এ ঘটনায় টিটাগড় থানায় অভিযোগ দায়ের করা হয় পরিবারের তরফে। প্রতিবাদে আজ সকালে বিটি রোড অবরোধ করেন রোগীর আত্মীয়েরা। এরপরেই ওই রোগিনীকে উদ্ধারের নির্দেশ দেন বারাকপুরের মহকুমা শাসক। আজ সন্ধের দিকে কল্যাণী হাইওয়ের ধার থেকে তাঁকে উদ্ধার করা হয়। এরপর ভর্তি করা হয় ভাটপাড়া হাসাপাতালে।
এঘটনায় ওই হাসপাতালের অ্যাম্বুল্যান্স চলক দিলীপ দাশগুপ্তকে গ্রেফতার করেছেপুলিস। হাসপাতালের আরেক কর্মী মিলন দাসের খোঁজেও চলছে তল্লাসি। এঘটনায় কর্তব্যে গাফিলতির অভিযোগে হাসাপাতাল সুপার মৃদুল বসুকে সাসপেন্ড করা হয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য।