মহানায়িকার ইচ্ছেতেই আজ সুচিত্রা সেনকে দেখে এলেন মমতা, মুখ্যমন্ত্রী ফেসবুকে লিখলেন আমি ভাগ্যবান

সুচিত্রা সেনকে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহানায়িকার ইচ্ছেতেই আজ নার্সিংহোমে যান তিনি। সুচিত্রা সেনকে দেখে আসার পর একটি ফেসবুক পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। সুচিত্রা সেন ভাল আছেন বলে সেখানে জানিয়েছেন তিনি। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আমি ভাগ্যবান যে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। প্রায় নার্সিংহোমে ২৫ মিনিট মহানায়িকার কেবিনে ছিলেন মমতা।

Updated By: Jan 5, 2014, 08:25 PM IST

সুচিত্রা সেনকে দেখে এলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মহানায়িকার ইচ্ছেতেই আজ নার্সিংহোমে যান তিনি। সুচিত্রা সেনকে দেখে আসার পর একটি ফেসবুক পোস্ট করেছেন মুখ্যমন্ত্রী। সুচিত্রা সেন ভাল আছেন বলে সেখানে জানিয়েছেন তিনি। সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায় লেখেন, আমি ভাগ্যবান যে তাঁর সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছি। প্রায় নার্সিংহোমে ২৫ মিনিট মহানায়িকার কেবিনে ছিলেন মমতা।

পরে জানা যায়, মুখ্যমন্ত্রী আগের দিন নার্সিংহোম থেকে ফিরে গিয়েছেন শুনে সুচিত্রা সেন নিজেই মমতার সঙ্গে দেখা করতে চান।

সুচিত্রা সেনের সঙ্গে দেখা করার পর ফেসবুকে যা লিখলেন মুখ্যমন্ত্রী----------------

Day before yesterday I had visited Belle Vue Nursing Home to enquire about the health of Mahanayika Suchitra Sen as her condition was critical.I met her daughter Moonmoon Sen and Dr. Subrata Moitra and his medical team.

Later on, when she became little stable and came to know that I visited the Nursing Home to enquire about her health, she expressed her desire to meet me. Dr. Moitra communicated her desire and accordingly I rushed to the hospital and met her for about 25 minutes today. I also met Moonmoon Sen, Raima Sen, Dr. Moitra and others.

Everyone knows that she has kept herself away from public view for more than 30 years. She is not even meeting anyone now.

I am undoubtedly fortunate enough to get an opportunity to meet her in person. I am overwhelmed and proud to meet the legendary actress whose films we had seen so many times. It is an emotional moment.

I find that she is improving gradually. Let us all pray to God for her early recovery and good health.

.