Mamata Banerjee: 'মানুষের কাছে আমরা কৃতজ্ঞ', কালীঘাট মন্দিরে পুজো দিলেন মুখ্যমন্ত্রী
উৎসবের মরশুমে মানুষকে শান্তি থাকার বার্তা।
নিজস্ব প্রতিবেদন: রাজ্যের ২ কেন্দ্রে উপনির্বাচনে তৃণমূলের (TMC) জয়জয়কার। মানুষকে 'ধন্যবাদ' জানিয়ে কালীঘাট মন্দিরে (Kalighat Temple) পুজো দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)। বললেন, 'মানুষের কাছে আমরা কৃতজ্ঞ'।
বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রে উপনির্বাচনে জিতলেন তৃণমূল প্রার্থী বাবুল সুপ্রিয় (Babul Supriyo)। বামেরা যখন দ্বিতীয় স্থানে উঠে এল, তখন জমানত জব্দ হল বিজেপি ও কংগ্রেসের। আসানসোল লোকসভা কেন্দ্রে আবার এবারই প্রথম ঘাসফুল ফুটল। বিজেপির অগ্নিমিত্রা পলকে রেকর্ড ভোটের মার্জিনে হারিয়ে দিলেন 'বিহারীবাবু' শক্রঘ্ন সিনহা (Shatrughan Sinha)।
আরও পড়ুন: Ballygunj By-Election result: বালিগঞ্জে দ্বিতীয় স্থানে CPM, ২ ওয়ার্ডে Babul-কে পিছনে ফেললেন Saira
এদিন দুপুরে টুইট করে আসানসোল ও বালিগঞ্জ কেন্দ্রের ভোটারদের ধন্যবাদ জানান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লেখেন, 'এই জয় আমাদের মা-মাটি-মানুষের সংস্থাকে জনগণের নববর্ষের উপহার। আমাদের উপর ভরসা রাখার জন্য ভোটারদের স্য়ালুট জানাই'।
I sincerely thank the electors of the Asansol Parliamentary Constituency and the Ballygunge Assembly Constituency for giving decisive mandate to AITC party candidates. (1/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 16, 2022
We consider this to be our people's warm Shubho Nababarsho gift to our Ma- Mati- Manush organization. Salute to the voters for reposing faith in us, yet again.(2/2)
— Mamata Banerjee (@MamataOfficial) April 16, 2022
বিকেলে কালীঘাটে মন্দির যান মমতা বন্দ্যোপাধ্যায়। পুজো দেওয়ার পর বলেন, 'বিজেপি, সিপিএম ও কংগ্রেসের এত কুৎসা, অপপ্রচার, চক্রান্ত থাকা সত্ত্বেও মানুষের যে আস্থা, এটাই আমাদের সবচেয়ে বড় বিশ্বাস, সবচেয়ে বড় ভরসা। মানুষ জানেন, শীত-গ্রীষ্ম-বর্ষা তৃণমূল কংগ্রেসই বাংলার মানুষের ভরসা। ভারতবর্ষের মানুষেরও ভরসা'।
উৎসবের মরশুমে মানুষকে শান্তিতে থাকার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী।