৩-৪ দিন ববি কাজটা করতে পারল না, ডেডবডি জমেছে কিনা আমায় খবর নিতে হবে: Mamata

মন্ত্রিসভায় তাঁর সতীর্থ ফিরহাদ হাকিমের প্রশংসা শোনা গেল মুখ্যমন্ত্রীর মুখে।

Updated By: May 20, 2021, 04:51 PM IST
৩-৪ দিন ববি কাজটা করতে পারল না, ডেডবডি জমেছে কিনা আমায় খবর নিতে হবে: Mamata

নিজস্ব প্রতিবেদন: বিচারাধীন বিষয় নিয়ে মুখ খুলবেন না বলে বলেছিলেন। না, না করেও ফিরহাদদের গ্রেফতারি নিয়ে প্রতিক্রিয়া দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বললেন,'এই অন্যায়ের কোনও সীমা-পরিসীমা নেই। এটা প্রতিহিংসার রাজনীতি।'
      
সাংবাদিক বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন,''বিষয়টি বিচারাধীন। এনিয়ে কিছু বলছি না। কিন্তু যা করেছে ওদের সঙ্গে এ অন্যায়ের কোনও সীমা-পরিসীমা নেই। কোর্টের ব্যাপারে মন্তব্য করব না। তবে এটা রাজনৈতিক প্রতিহিংসা।''

মন্ত্রিসভায় তাঁর সতীর্থ ফিরহাদ হাকিমের প্রশংসাও শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীর মুখে। মমতা বলেন,''কোর্টের বাইরে রাজনীতিক ও প্রশাসক হিসেবে আমাদের ববি অনেক কাজ করে। কাজ করে ওদের ফুল টিম। যে ছেলেটা জীবনের ঝুঁকি নিয়ে কোভিডশিল্ডের ট্রায়াল দিয়েছিল, সেই ছেলেটা সুব্রতদা-সহ সবাইকে আটকে রাখা হয়েছে দিনের পর দিন। এর সঠিক বিচার হবে।''

মমতা আরও বলেন,''অনেকটা সময় কেটে গেল। ৩-৪ দিন ববি কাজটা করতে পারল না। সুব্রত দা কাজটা করতে পারল না। ফলে ডেডবডি জমেছে কিনা আমায় খবর নিতে হবে।''

নারদ মামলায় এ দিন জেল হেফাজতে রয়েছেন ফিরহাদ হাকিম, সুব্রত মুখোপাধ্যায়, মদন মিত্র ও শোভন চট্টোপাধ্যায়। ফিরহাদ কলকাতা পুরসভার প্রশাসক। গ্রেফতার হওয়ার পর ভেঙে পড়েছিলেন ফিরহাদ হাকিম। বলেছিলেন,''কলকাতার মানুষকে আমায় বাঁচাতে দিল না।''

আরও পড়ুন- ‘সরকারি কর্মীদের দ্রুত Vaccine দেওয়া হোক’, দাবিতে Modi-কে চিঠি Mamata-র

.