Mamata Banerjee: 'আঞ্চলিক দল শক্তিশালী হলেই বিজেপি হারবে', কর্নাটক রায়ে বললেন মমতা

আমি ম্যাজিশিয়ান নই, জ্যোতিষীও নই। যেখানেই আঞ্চলিক দল শক্তিশালী সেখানে বিজেপি জিততে পারবে না। কারণ মানুষ বীতশ্রদ্ধ। কর্নাটকে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। বিহার, উড়িষ্যা,বেঙ্গল, চেন্নাই, তেলেঙ্গানা, পাঞ্জাব- সব জায়গায় আঞ্চলিক দল শক্তিশালী।

Updated By: May 15, 2023, 06:13 PM IST
Mamata Banerjee: 'আঞ্চলিক দল শক্তিশালী হলেই বিজেপি হারবে', কর্নাটক রায়ে বললেন মমতা
ফাইল ছবি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আমি কোনও জাদুকর ন‌ই, ভবিষ্যৎ দ্রষ্টাও ন‌ই। যেখানে আঞ্চলিক দলগুলো শক্তিশালী সেখানে বিজেপি লড়াই করতে জিততে পারবে না। কর্নাটকে মানুষ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছে। বিহার, উড়িষ্যা,বেঙ্গল, চেন্নাই, তেলেঙ্গানা, পাঞ্জাব- সব জায়গায় আঞ্চলিক দল শক্তিশালী। কংগ্রেস যেসব জায়গায় শক্তিশালী, প্রায় ২০০ টি আসনে, সেখানে তারা লড়াই করবে। কিন্তু তাদেরও ভাবতে হবে আঞ্চলিক দলগুলোকেও সমান সন্মান দিতে হবে।

আরও পড়ুন, Mamata Banerjee: 'যাঁরা ডিএ নিয়ে মিছিল করছে, তাঁদের জন্যই ৩৬ হাজার ছেলেমেয়ের চাকরি চলে গেল'!

কর্নাটকের ফল নিয়ে এদিন মমতা বললেন, 'বিজেপির ঔদ্ধত্যের পতন হয়েছে।' তবে নীতি আয়োগের একটি বৈঠক রয়েছে ২৭ মে সেখানে যাবেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'বারবার রাজ্যের বিভিন্ন ইস্যু তুলেছি, আবারও তুলব। আমাকে বলতেও দেওয়া হয় না। সবার শেষে বলতে দেওয়া হয়। আগে নিজেরা জ্ঞান দেবে ২ ঘণ্টা। আমাকে তো বলতে দেবে সবার শেষে।'  খানিকটা ব্যঙ্গ করেই পরে মুখ্যমন্ত্রী বলেন, সূর্যাস্তের আগে তো আমাকে বলতে দেয় না। আমি সবার শেষে বলার সুযোগ পাই।

কর্নাটকে বিজেপি হারে মমতার বক্তব্য, 'কর্নাটকে মানুষ প্রত্যাখ্যান করেছে বিজেপিকে। এটাই তো শেষের শুরু। ২০২৪ লোকসভা ভোটের আগে একটা ইঙ্গিত। এরপর মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের নির্বাচনেও হারবে।'

 

আরও পড়ুন, Janatar Darbar: : দ্রুত মিলবে সমাধান, মুখ্যমন্ত্রীর বাড়িতে ফের চালু হচ্ছে জনতার দরবার

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.