লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন মুখ্যমন্ত্রী

লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন মুখ্যমন্ত্রী

Updated By: Jan 5, 2021, 03:53 PM IST
লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন মুখ্যমন্ত্রী
ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: সাড়া ফেলেছে স্বাস্থ্যসাথী কার্ড। আজ লাইনে দাঁড়িয়ে স্বাস্থ্যসাথী কার্ড নিলেন খোদ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। উপস্থিত ছিলেন মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়। পুর প্রশাসক ফিরহাদ হাকিমসহ অন্যান্য আধিকারিকরা। কলকাতা পুরসভার হরিশ চ্যাটার্জি রোডের ওয়ার্ড অফিস জয়হিন্দ ভবনে চলছে দুয়ারে সরকার ক্য়াম্প। ১১.৪০ নাগাদ সেখানেই সাধারণ মানুষের সঙ্গে একই লাইনে দাঁড়িয়ে কার্ড নিয়ে গেলেন মুখ্যমন্ত্রী।

মুখ্যমন্ত্রীর বেতন নেন না তিনি। নেন না সাংসদের পেনশনও। তবে বেতন কিংবা পেনশন না নিলেও নিজের নামে স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড করিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)।

রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্য সাথী কার্ড (Swasthya Sathi) ব্যাপক সাড়া ফেলেছে মানুষের মধ্যে। রাজ্য সরকারের সিদ্ধান্ত ১০ কোটি মানুষকে তারা স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড দেবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) এবার নিজেও স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড নিলেন। আজ হরিশ চ্যাটার্জি স্ট্রিটে 'দুয়ারে সরকার' ক্যাম্পে নিজের নামে স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ডটি নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। 

গতকাল অর্থাৎ সোমবার মুখ্যমন্ত্রী (Mamata Banerjee) এদিন বলেন, তিনি বেতন নেন না। সাংসদের পেনশন এক লক্ষ টাকাও নেন না। ব্যক্তিগতভাবে তাঁর স্বাস্থ্য বিমা রয়েছে। তা থাকলেও ১০ কোটি মানুষের 'সাথী' হওয়ার লক্ষ্যেই স্বাস্থ্য সাথী (Swasthya Sathi) কার্ড করিয়েছেন তিনি।

 

.