SSKM-এ ১৫ দিন অন্তর বসে করবেন স্বাস্থ্যে নজরদারি, ঘোষণা CM Mamata-র

১৫ দিন অন্তর এখানে বসব। স্বাস্থ্যসচিব থাকবেন। কখনও কখনও মুখ্যসচিবকে নিয়ে আসব, জানালেন মমতা (Mamata Banerjee)।

Updated By: Aug 19, 2021, 10:22 PM IST
SSKM-এ ১৫ দিন অন্তর বসে করবেন স্বাস্থ্যে নজরদারি, ঘোষণা CM Mamata-র

নিজস্ব প্রতিবেদন: শিল্পের জন্য গঠন করেছেন হাই-পাওয়ার কমিটি। এর পাশাপাশি মুখ্যমন্ত্রী নজর দিলেন স্বাস্থ্যেও। এসএসকেএম হাসপাতালে (SSKM) গিয়ে এ দিন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানান,'স্বাস্থ্য ব্যবস্থার মনিটরিং করব। ১৫ দিন অন্তর বৈঠকে বসব।'

এসএসকেএম হাসপাতালে (SSKM) এ দিন প্রায় ৪ ঘণ্টা বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্যসচিব স্বরূপ নিগম, এসএসকেএম অধিকর্তা ও চিকিৎসকরা। মুখ্যমন্ত্রী বলেন,'নবান্ন থেকে আসার পথে পড়ে পিজি। স্বাস্থ্যভবন অনেকটা দূরে। সেখানে স্বাস্থ্যসচিব থাকেন। মণিময়রা পিজিতে একটা জায়গা করে দেবে। কনফারেন্স রুমের মতো থাকবে, ১০-১২ জন যাতে বসতে পারি। ১৫ দিন অন্তর এখানে বসব। স্বাস্থ্যসচিব থাকবেন। কখনও কখনও মুখ্যসচিবকে নিয়ে আসব।' 

স্বাস্থ্য ব্যবস্থার উপরে নজরদারি করার জন্য এই সিদ্ধান্ত বলে জানান মমতা (Mamata Banerjee)। তিনি বলেন, 'হাসপাতালে অনেক সমস্যা থাকে, কলকাতায় ৫টি মেডিক্যাল কলেজ রয়েছে, তা ছাড়া স্বাস্থ্যের নানা বিষয় আছে। সংক্রামক রোগ নিয়ে গবেষণা হচ্ছে। তৈরি হচ্ছে ক্যানসার হাসপাতাল। হেলথটাকে মনিটরিং করতে পারব।' টাটা সেন্টারের সঙ্গে রাজ্যের উদ্যোগে উত্তরবঙ্গের শিলিগুড়ি ও দক্ষিণবঙ্গে এসএসকেএম চত্বরে দু'টি ক্যানসার হাসপাতাল গড়ে তোলা হচ্ছে বলে জানান মমতা (Mamata Banerjee)।

আরও পড়ুন- Mamata: আমার গন্তব্য এখন শিল্প; হাই-পাওয়ার কমিটি গঠন মুখ্যমন্ত্রীর

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.