বলেছিল ৭০টি দেবে, পাব ৪ অক্সিজেন প্ল্যান্ট, বাকি চেয়ে PM Modi-কে চিঠি Mamata-র

অক্সিজেন প্ল্যান্টে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

Updated By: May 14, 2021, 06:18 PM IST
বলেছিল ৭০টি দেবে, পাব ৪ অক্সিজেন প্ল্যান্ট, বাকি চেয়ে PM Modi-কে চিঠি Mamata-র

নিজস্ব প্রতিবেদন: অক্সিজেনের পর এবার অক্সিজেন প্ল্যান্টের জোগান বাড়ানোর জন্য হস্তক্ষেপ চেয়ে প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর বক্তব্য, ৭০টি প্ল্যান্ট দেওয়ার কথা বলা হয়েছিল। এখন জানানো হয়েছে প্রথম দফায় ৪টি পাব। বাকিগুলি কবে দেওয়া হবে, তা স্পষ্ট করে জানানো হয়নি। 

তরল অক্সিজেনরে দাবিতে পূর্ববর্তী চিঠির কথা স্মরণ করিয়ে দিয়েছেন মমতা। শুক্রবার চিঠিতে তিনি লিখেছেন,''হাসপাতালে পিএসএ প্ল্যান্ট থাকলে পরিবেশ থেকে অক্সিজেন তৈরি করা যায়। রোগীদের জন্য অক্সিজেন জোগানের এটি কার্যকরী যন্ত্র। বিভিন্ন রাজ্যে অক্সিজেন প্ল্যান্ট সরবরাহ করছে ভারত সরকার। কিন্তু বিষয়টি এগোচ্ছে না। অগ্রাধিকার স্থির করার পর বদলে দেওয়া হচ্ছে। পরিবর্তন করা হয়েছে প্ল্যান্ট বসানোর দায়িত্বে থাকা সংস্থার। পশ্চিমবঙ্গের ভাগ প্রতিদিন পরিমার্জনা করা হচ্ছে। আমাদের বলা হয়েছিল ৭০টি অক্সিজেন প্ল্যান্ট পাব। প্রথম ধাপে দেওয়া হবে ৪টি পাব। বাকিগুলির কী হবে, তা স্পষ্ট করা হয়নি।''

প্রধানমন্ত্রীর কাছে মুখ্যমন্ত্রী অনুরোধ করেছেন, অগ্রাধিকার ভিত্তিতে রূপায়নকারী সংস্থা, রাজ্যের ভাগ, স্বচ্ছভাবে ও দ্রুত ঠিক করুন। আমার তহবিল ও রাজ্য সংস্থাগুলির অক্সিজেন প্ল্যান্ট বসানোর সিদ্ধান্ত ধাক্কা খাচ্ছে কেন্দ্রের সিদ্ধান্তহীনতায়। এব্যাপারে আপনার হস্তক্ষেপ চাই। দ্রুত সহযোগিতা করুন।''

অতিসম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) জানিয়েছিলেন,''রাজ্যের ১০৫টি সরকারি হাসপাতালে বসছে অক্সিজেন প্ল্য়ান্ট। জেলা, মহকুমা, মেডিক্যাল কলেজ ও সুপার স্পেশালিটি হাসপাতালে প্ল্যান্ট বসানো হবে। তারা নিজেরাই করবে। জেলা মেডিক্যাল কলেজগুলিকে স্বাধীনতা দেওয়া হয়েছে।''

 

.