শিক্ষক দিবসের অনুষ্ঠানেও সংবাদমাধ্যমের সমালোচনায় মুখ্যমন্ত্রী
আরও একবার মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়ল সংবাদমাধ্যম। বুধবার কলকাতা পুলিস ও পুরসভা আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের "কাউন্সেলিং" প্রয়োজন বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই, কোনও কোনও ক্ষেত্রে সংবাদমাদমাধ্যমের ভূমিকা গঠনমূলক নয় বলেও মন্তব্য করেন তিনি।
আরও একবার মুখ্যমন্ত্রীর তোপের মুখে পড়ল সংবাদমাধ্যম। বুধবার কলকাতা পুলিস ও পুরসভা আয়োজিত শিক্ষক দিবসের অনুষ্ঠানে সাংবাদিকদের "কাউন্সেলিং" প্রয়োজন বলে কটাক্ষ করেন মুখ্যমন্ত্রী। সেই সঙ্গেই, কোনও কোনও ক্ষেত্রে সংবাদমাদমাধ্যমের ভূমিকা গঠনমূলক নয় বলেও মন্তব্য করেন তিনি।
শিক্ষক দিবসের অনুষ্ঠানে সংবাদ মাধ্যমের তীব্র সমালোচনা করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, "একটা কথা বলতে গিয়ে বলে ফেললাম, সেটা নিয়ে কেউ কেউ বিতর্ক তৈরি করে। কোনও বক্তব্য পুরোটা না শুনে, না জেনে, না বুঝেই মন্তব্য করে মিডিয়া। এটা কাউন্সেলিংয়ের সমস্যা। আগে প্রেস মিডিয়ার সকলেই প্রশিক্ষণ নিয়ে কাজ করতে আসত। এখন সবাই কিছুদিন অন্তর অন্তরই চাকরি বদল করে। ফলে ঠিকমতো কাউন্সেলিং হচ্ছে না তাদের। সুতরাং, তাদের কাজ গঠনমূলক না হয়ে বেশিরভাগ ক্ষেত্রেই বিকৃত হয়ে পড়ে"। এদিন পুলিসের উদ্দেশে মুখ্যমন্ত্রীর বক্তব্যেও ফুটে ওঠে সংবাদমাধ্যমের প্রতি তীর্যক দৃষ্টিভঙ্গি। সংবাদমাধ্যমের ভূমিকার তীব্র নিন্দা করে পুলিসদের তিনি বলেন, "সমাজ গড়ার কাজে আপনাদের আমরা কাজে লাগাবো"।
সাম্প্রতিক কালে বারবারই মুখ্যমন্ত্রীর রোষের মুখে পড়তে হয়েছে সংবাদমাধ্যমকে। বেশিরভাগ ক্ষেত্রেই সংবাদমাধ্যম সাজানো ঘটনা পরিবেশন করে বলে কিছুদিন আগেই এক বেসরকারি চ্যানেলের অনুষ্ঠানে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। এমনকী, এর আগে ফতোয়া জারি করে সংবাদমাধ্যমের কন্ঠরোধের চেষ্টাও করেছিলেন তিনি।