সুব্রত-গৌতমকে পাশ করালেও, নিজের কাজে অখুশি মুখ্যমন্ত্রী
mamata is unhappy with her performance
গত শুক্রবার টাউন হলে বৈঠক ডেকে কাজের নিরিখে বিভিন্ন দফতরের মন্ত্রীদের নম্বর দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কেউ প্রশংসা পেয়েছেন, কেউ কেউ তিরস্কৃত হয়েছেন। কিন্তু পারফরম্যান্সের বিচারে ফেল করেছে মুখ্যমন্ত্রীর নিজের হাতে থাকা তথ্যসংস্কৃতি, স্বাস্থ্য ও স্বরাষ্ট্র দফতর। আর এ নিয়েই সরব বিরোধীরা।
কোন মন্ত্রী কতটা কাজ করেছেন? কাজের নিরিখে কে পাশ কে ফেল? তার মূল্যায়ন করতেই শুক্রবার টাউন হলে বৈঠক ডেকেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কাজের নিরিখে প্রশংসিত হয়েছেন সুব্রত মুখোপাধ্যায়, গৌতম দেব সহ কয়েকজন মন্ত্রী। কিন্তু বেশ কয়েকটি দফতরের কাজ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এ জন্য সংশ্লিষ্ট দফতরগুলির মন্ত্রীদের তিরস্কারও করেন তিনি। যাঁদের মধ্যে আছেন পার্থ চট্টোপাধ্যায়, ব্রাত্য বসু সহ বেশ কয়েকজন। কিন্তু যখন মুখ্যমন্ত্রী অন্য মন্ত্রীদের নম্বর দিচ্ছেন তখন তাঁর হাতে থাকা দফতরগুলির কী হাল একবার দেখে নেওয়া যাক।
কাজের নিরিখে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে থাকা পার্বত্য বিষয়ক দফতরের ফল ভাল। এই দফতরের কাজে খুশি তিনি। তবে তাঁর হাতে থাকা তিনটি দফতর, তথ্যসংস্কৃতি, স্বাস্থ্য ও স্বরাষ্ট্র দফতরের পারফরম্যান্স খুব খারাপ। শুক্রবারের বৈঠকে এই দফতরগুলির কাজ নিয়ে রীতিমত ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী। এমনকি তথ্যসচিব অত্রি ভট্টাচার্যকে তিরস্কারও করেন তিনি। নিজের হাতে থাকা দফতরগুলির বেহাল অবস্থার কথা কার্যত মেনে নিয়ে মুখ্যমন্ত্রী অত্রি ভট্টাচার্যকে বলেন, কী করছেন আপনি? আমি মন্ত্রীদের দফতরের মূল্যায়ণ করছি। আপনাদের জন্য তো আমার নিজের দফতরের অবস্থাই বেহাল।
আর ঠিক এইখানেই প্রশ্ন তুলছেন বিরোধীরা। মুখ্যমন্ত্রীর হাতে থাকা দফতরগুলির বেহাল দশা নিয়ে রীতিমত সমালোচনার ঝড় তুলেছেন তাঁরা। পিছিয়ে পড়া দফতরগুলির কাজে গতি আনতে বেশ কিছু দাওয়াই দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু যখন মন্ত্রিসভার প্রধান হিসাবে অন্য দফতরের মন্ত্রীদের কাজের সমালোচনা করছেন মুখ্যমন্ত্রী, তখন তাঁর নিজের হাতে থাকা দফতরগুলিকেই বেহাল দশা কাটাতে কাজে আরও সক্রিয় হয়ে উঠতে হবে। অন্যথায় দৃষ্টান্ত স্থাপন কীভাবে হবে, এই প্রশ্নটা কিন্তু থেকেই যাচ্ছে।