সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে পাহাড়ে যাচ্ছেন মমতা
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পাহাড়ে যাবেন মুখ্যমন্ত্রী। আজ ফেসবুকে একথা জানিয়েছেন তিনি। মোর্চার আন্দোলন ইস্যুতে আজ ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, পাহাড়ে রাজনৈতিক দূষণ ছড়াচ্ছে মোর্চা। এর জেরে আটকে যাচ্ছে উন্নয়নের কাজ। তিনি বলেন, পাহাড়ে মোর্চার আন্দোলনে উন্নয়ন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে।
সেপ্টেম্বরের প্রথম সপ্তাহেই পাহাড়ে যাবেন মুখ্যমন্ত্রী। আজ ফেসবুকে একথা জানিয়েছেন তিনি। মোর্চার আন্দোলন ইস্যুতে আজ ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী। বলেছেন, পাহাড়ে রাজনৈতিক দূষণ ছড়াচ্ছে মোর্চা। এর জেরে আটকে যাচ্ছে উন্নয়নের কাজ। তিনি বলেন, পাহাড়ে মোর্চার আন্দোলনে উন্নয়ন প্রক্রিয়া ক্ষতিগ্রস্ত হচ্ছে।
মুখ্যমন্ত্রীর প্রশ্ন, কেন ছমাস পরপরই পাহাড়ে আন্দোলন চলছে? এতে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে বলে মন্তব্য করেছেন তিনি। মুখ্যমন্ত্রী বলেন, রাজনীতি যেন উন্নয়নের কাজকে তরান্বিত করে। তা যেন উন্নয়নে বাধা না হয়ে দাঁড়ায়। পাহাড়ে যে রাজনৈতিক গিমিক চলছে তাতে সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে বলে ফেসবুকে প্রতিক্রিয়া দেন মুখ্যমন্ত্রী।