মুখ্যমন্ত্রীর ছবি বক্রি হয়েছে ৬ কোটি টাকায়!
২০১১ থেকে ২০১৩। মাত্র দু-বছরে মুখ্যমন্ত্রীর ছবি বেচে আয় প্রায় সাড়ে ৬-কোটি টাকা। বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ নয়। নির্বাচন কমিশনের কাছে দলের ব্যালান্স শিটে এই তথ্য দিয়েছে খোদ তৃণমূল কংগ্রেস। টাকার অঙ্কে অবাক বিশিষ্ট চিত্রশিল্পীরা।
২০১১ থেকে ২০১৩। মাত্র দু-বছরে মুখ্যমন্ত্রীর ছবি বেচে আয় প্রায় সাড়ে ৬-কোটি টাকা। বিরোধী রাজনৈতিক দলের অভিযোগ নয়। নির্বাচন কমিশনের কাছে দলের ব্যালান্স শিটে এই তথ্য দিয়েছে খোদ তৃণমূল কংগ্রেস। টাকার অঙ্কে অবাক বিশিষ্ট চিত্রশিল্পীরা।
মুখ্যমন্ত্রীর ছবি ঠিক কত টাকায় বিক্রি হয়েছে তা নিয়ে সরগরম রাজ্য রাজনীতি। এরই মধ্যে চব্বিশ ঘণ্টার হাতে চাঞ্চল্যকর তথ্য।
নির্বাচন কমিশনকে দেওয়া দলের ব্যালান্স শিটে তৃণমূল কংগ্রেস জানিয়েছে, ২০১১-১২ এবং ২০১২-১৩ আর্থিক বছরে ছবি বিক্রি করে আয় হয়েছে ছ-কোটি ছেচল্লিশ লক্ষ নব্বই হাজার টাকা। দু-হাজার এগারো-বারোয় ছবি বিক্রি করে তৃণমূলের তহবিলে জমা পড়েছে তিন কোটি তিরানব্বই লক্ষ নব্বই হাজার টাকা।২০১২-১৩ আর্থিক বছরে ছবি বিক্রি বাবদ দলের আয় দু-কোটি তিপ্পান্ন লক্ষ টাকা। আর এই ব্যালান্স শিট নির্বাচন কমিশনের কাছে পেশ করেছেন খোদ মুকুল রায়।
মুখ্যমন্ত্রীর ছবির দাম দেখে বিস্মিত বিশিষ্ট চিত্রশিল্পীরা। তৃণমূলের ব্যালান্স শিট বিরোধীদের হাতে নতুন অস্ত্র। তারা দাবি করতে শুরু করতে করেছেন এত টাকায় মুখ্যমন্ত্রীর ছবি কিনলেন কারা, তাদের নাম প্রকাশ করুক তৃণমূল।
তৃণমূল ক্ষমতায় আসার আগে দলের আয়-ব্যয়ের হিসাবে ছবি বিক্রির উল্লেখ নেই। তখন মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবির বিশেষ চাহিদা না থাকলেও মুখ্যমন্ত্রী হওয়ার পর দু-বছরে তাঁর ছবির দাম উঠেছে প্রায় সাড়ে ছ-কোটি টাকা।