কুকুরের তাড়া, মধ্যরাতে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

বছর চল্লিশের উত্তম বুধবার রাতে কাজ সেরে বন্ধু  বাপি দোলুই ও বিশ্বনাথ ঘোষের সঙ্গে বাড়ি ফিরছিলেন।

Updated By: Jan 17, 2019, 12:27 PM IST
কুকুরের তাড়া, মধ্যরাতে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু

নিজস্ব প্রতিবেদন:  মধ্যরাতে বন্ধুদের সঙ্গে ফিরছিলেন। রাস্তার ধারের কুকুরের তাড়া খেয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন। উল্টোদিক থেকে আসা লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল এক ব্যক্তির। বুধবার রাত ১টার সময়ে  ঘটনাটি ঘটেছে স্টার্লিং সিনেমার সামনে। মৃতের নাম উত্তম দাস(৪০)।

অভিযুক্তদের থেকে শাস্তি প্রত্যাহারের দাবি, নার্সদের বিক্ষোভ NRS-এ

পুলিস সূত্রে জানা গিয়েছে, বছর চল্লিশের উত্তম বুধবার রাতে কাজ সেরে বন্ধু  বাপি দোলুই ও বিশ্বনাথ ঘোষের সঙ্গে বাড়ি ফিরছিলেন। মধ্যরাতে রাস্তার কুকুর তাঁদের দেখে তাড়া করেছিল। কামড়ের ভয়ে দৌড়ে পালানোর চেষ্টা করেছিলেন উত্তম। তাঁকে দেখে দৌঁড়ন বাপি ও বিশ্বনাথও। কুকুরের ধাওয়া খেয়ে প্রায়  দ্বিগিদিক জ্ঞানশূন্য করে পালানোর চেষ্টা করেন তাঁরা। তখনই বিপত্তি।

রথ যাত্রা ভঙ্গে বঙ্গ বিজেপির অন্দরে দায় ঠেলাঠেলি, হাসি ক্ষমতাসীন বিরোধী গোষ্ঠীর

পিছন থেকেই ঝড়ের গতিতে আসছিল একটি লরি। স্টার্লিং সিনেমা হলের সামনে লরির চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয় উত্তমের। গুরুতর আহত হন বাপি দোলুই ও বিশ্বনাথ ঘোষও। আশঙ্কাজনক অবস্থায় তাঁদের উদ্ধার করে আরজিকর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিত্সাধীন তাঁরা। উত্তমের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে।

.