মানিকচকে ধর্ষণের ঘটনায় স্বতঃপ্রোণোদিত মামলা আদালতের

ধর্ষণকাণ্ডে ফের সক্রিয় কলকাতা হাইকোর্ট। মালদার মানিকচকে ধর্ষণের ঘটনায় স্বতঃপ্রোণোদিত মামলা গ্রহণ করে রিপোর্ট তলব আদালতের। জেলাশাসক, পুলিস সুপার এবং জেলা জজেরকাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার এঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিস।

Updated By: Apr 5, 2014, 12:56 PM IST

ধর্ষণকাণ্ডে ফের সক্রিয় কলকাতা হাইকোর্ট। মালদার মানিকচকে ধর্ষণের ঘটনায় স্বতঃপ্রোণোদিত মামলা গ্রহণ করে রিপোর্ট তলব আদালতের। জেলাশাসক, পুলিস সুপার এবং জেলা জজেরকাছে রিপোর্ট চাইল কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। শুক্রবার এঘটনায় দুজনকে গ্রেফতার করেছে পুলিস।

লাভপুর কাণ্ডে সালিশি সভায় ধর্ষনের নিদান। এরপর আদিবাসী তরুণীকে গণধর্ষণের ঘটনায় পুলিসের নিষ্ক্রিয়তায় অসন্তোষ প্রকাশ সুপ্রিম কোর্টের। দেশের শীর্ষ আদালত এই ঘটনায় স্বতঃ প্রনোদিত মামলা দায়ের করে। লাভপুরের পর এবার মালদার মানিকচক। সুপ্রিম কোর্টের পথেই হাঁটল কলকাতা হাইকোর্ট। এই ঘটনায় শুক্রবার স্বতঃপ্রনোদিত মামলা করল হাইকোর্ট। জেলাশাসক,পুলিস সুপার এবং জেলা জজেরকাছে গোটা ঘটনার সবিস্তার রিপোর্টও তলব করেছে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ।

মালদার মনিকচকে গত মঙ্গলবার ধর্ষণের অভিযোগ জানিয়ে সালিশি সভায় বিচারপ্রার্থী হন এক দম্পতি। মহিলার স্বামীর অভিযোগ, সালিশিতে ধর্ষণের বিচার না পেয়ে এবং অপমানিত হয়ে আত্মঘাতী হন তাঁর স্ত্রী। সালিশি সভার ভূমিকার বিরুদ্ধে এবং দোষীদের শাস্তির দাবিতে শুক্রবার কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা দায়েরের আর্জি জানান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য। আইনজীবীর কাছ থেকে গোটা ঘটনা শুনে স্বতঃপ্রনোদিত মামলা দায়ের করে কলকাতা হাইকোর্ট।

ধর্ষণকাণ্ডে রাজ্য পুলিসের ভূমিকা নিয়ে বারবারই অসন্তোষ প্রকাশ করেছে আদালত। পাড়ুই কাণ্ডেও ডিজির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন কলাকাতা হাইকোর্টের বিচারপতি। এরপর মানিকচকের ঘটনায় কলকাতা হাইকোর্টের স্বতঃপ্রনোদিত মামলা ও জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলবে আরও একবার অস্বস্তি বাড়ল রাজ্য সরকারের। মানিকচকে ধর্ষণের ঘটনায় শুক্রবার দুজনকে গ্রেফতার করেছে মানিকচক থানার পুলিস। গ্রেফতার করা হয়েছে ধর্ষণে অভিযুক্ত রবীন মন্ডলের মা রেখা মণ্ডল এবং ওই গ্রামের মোড়ল বিশ্বেশ্বর মণ্ডলকে।

.